CPIM: বগটুইয়ের মতো গণহত্যা রুখতে ‘সিভিক ভলান্টিয়ার’ চালু সিপিআইএমের

তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর রাজ্যে পুলিশ প্রশাসনের সহযোগিতায় শুরু হয় সিভিক ভলান্টিয়ার বাহিনী। অভিযোগ, নামমাত্র বেতনে এদের নিয়োগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মসংস্থানের দাবি…

CPIM launches 'Civil Volunteers' to stop massacre like Bogtui

তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর রাজ্যে পুলিশ প্রশাসনের সহযোগিতায় শুরু হয় সিভিক ভলান্টিয়ার বাহিনী। অভিযোগ, নামমাত্র বেতনে এদের নিয়োগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মসংস্থানের দাবি করছেন। মমতার দেখানো পথে এবার বিধানসভায় শূন্য সিপিআইএম (CPIM) নামল উদ্যোগে। তারা চালু করছে ‘পাহারায় পাবলিক’ কর্মসূচি।

সিপিআইএম দাবি করেছে, রাজ্যে অরাজকতা চলতে। যার পরিণতি বীরভূমের বগটুই গণহত্যা। এমন ধরনের ঘটনা আটকাতে ‘পাহারায় পাবলিক’ কর্মসূচি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সিপিআই নেত্রী মীনাক্ষী মুখার্জি ফেসবুক পেজে তাঁর দলের এই কর্মসূচি প্রকাশ করেছেন। এতে লেখা হয়েছে, “রাজ্যজুড়ে তৃণমূলী নৈরাজ্যের অবসান ঘটাতে প্রতিটি এলাকায় ভলান্টিয়াররা এগিয়ে আসুন।”

পোস্টে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় রামপুরহাট হওয়ার আগে, আপনার অঞ্চলে ভাদু শেখের মতো আঙুল ফুলে কলাগাছ হওয়া তৃণমূল নেতাদের চিহ্নিত করতে এই ফর্মটি ফিলাপ করে জমা দিন। আপনার নাম ও অন্যান্য যাবতীয় তথ্য সম্পূর্ণভাবে গোপন ও সুরক্ষিত থাকবে। রাজ্যজুড়ে তৃণমূলের নেতাদের তোলাবাজি, বেলাগাম দুর্নীতি রুখে দিতে, বে-আইনি অস্ত্র কারবারে লাগাম টানতে সাহায্য করুন CPI(M) কে। ফর্ম ফিলাপ করে আপনার অভিযোগ নথিভুক্ত করুন।”