Contai: তৃণমূল প্রার্থী উত্তম বারিকের নাম ঘোষণা হতেই আগাম হোলিতে মাতলেন কর্মী সমর্থকেরা

কাঁথি : কলকাতা ধর্মতলার ব্রিগেডে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে উঠলো তৃণমূল কর্মী সমর্থকেরা। রবিবার দুপুরে কলকাতা…

কাঁথি : কলকাতা ধর্মতলার ব্রিগেডে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে উঠলো তৃণমূল কর্মী সমর্থকেরা। রবিবার দুপুরে কলকাতা ধর্মতলার ব্রিগেডে জনগর্জন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিকের নাম ঘোষণা করেন। প্রার্থী উত্তম বারিক পটাশপুর বিধানসভার বিধায়ক পূর্ব জেলা পরিষদের সভাধিপতিও বটে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, পটাশপুর, মারিশদা সহ একাধিক এলাকায় আগাম হোলি লক্ষ্য করা যায়। তৃণমূল কর্মী সমর্থকেরা পথ চলতি মানুষদের আবির মাখিয়ে ও মিষ্টি বিতরণ করেন। উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকদের দাবি কাঁথির মানুষের লাঞ্ছনা ও বঞ্চনার প্রতিবাদে জোড়া ফুল প্রতিকে ভোট হবে।

এদিকে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে অধিকারী গড় হিসেবে পরিচিত ছিল। তিনবারের সাংসদ হিসেবে তৃণমূল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। যদিও এবার উল্টো চিত্র। বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বাড়ে। কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হবেন? তা নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে উত্তম বারিকের উপর আস্থা রাখলেন।

এদিন কলকাতা ধর্মতলার ব্রিগেডে জনগর্জন সভায় কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের নাম ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা। কাঁথির চৌরঙ্গী মোড়ে বাজি ফাটিয়ে আবির মাখিয়ে ও পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

কাঁথি তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখ ইমরান আলি বলেন ” যারা দীর্ঘদিন কাঁথি’কে বঞ্চনা করেছেন, তার বিরুদ্ধে এবার জোড়া ফুল প্রতীকে ভোট হবে। তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাসী। বিজেপির প্রার্থী হয়েছেন তিনি কাঁথির মানুষকে লাঞ্ছনা ও বঞ্চনা করেছেন। এক লক্ষের বেশি ভোটে জিতবো “।

তৃণমূল কর্মী শেখ তাহের বলেন ” দেড় লক্ষরও বেশি ভোটে জিতবে। সৌমেন্দু অধিকারী’কে কটাক্ষ সুরে বলেন, কাঁথি পুরসভা পুরপ্রধান ছিলেন তৎকালীন সময়ে, কাঁথির মানুষ জানে! বিগত দিনে শিক্ষক থেকে বয়স্ক লোকদের সৌমেন্দু অধিকারী’কে স্যার বলতে হতো! উনার আচার-আচরণ কাঁথির মানুষ জানে “।

তৃনমূল কর্মী রিঙ্কু দাস বলেন ” মিষ্টির বিতরণ করলাম কারণ, দস্যু ( সৌমেন্দু অধিকারী) হারানো জন্য উওম বারিক চাই। উত্তম বারিকের কোন নিরাপত্তা রক্ষী নেই। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, কাঁথি শোষণ করে ৩০ জন নিরাপত্তা রকে নিয়ে ঘুরে বেড়ান “।