Kolkata Derby: ডার্বি নিয়ে আবেগঘন পোস্ট ফিফা প্রেসিডেন্টের, কী বলছেন?

Kolkata Derby: হাতে মাত্র আর দেড় ঘন্টা। তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল ক্লাব। একটা সময় এই ম্যাচ…

FIFA President's Emotional Post about the Kolkata Derby

Kolkata Derby: হাতে মাত্র আর দেড় ঘন্টা। তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল ক্লাব। একটা সময় এই ম্যাচ আয়োজন নিয়ে ব্যাপক বিতর্ক দেখা গেলেও পরবর্তীতে সমস্ত আলোচনার পর পূর্ব নির্ধারিত সময়ের থেকে দেড় ঘন্টা পিছিয়ে অর্থাৎ রাত ৮টা বেজে তিরিশ মিনিট থেকে এই ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও এই ডার্বির টিকিট নিয়ে ব্যাপক সমস্যা দেখা দিলেও আদালতের ঘোষনার পর অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে পরিস্থিতি। বর্তমানে এই হাই ভোল্টেজ ম্যাচের দিকেই নজর দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষদের। এসবের মাঝেই কিছু ঘন্টা আগে কলকাতা ডার্বি নিয়ে আবেগঘন পোস্ট করলেন ফিফা প্রেসিডেন্ট।

নিজের সোশ্যাল সাইটে জিওভানি ইনফান্তিনো লেখেন, গত ২০১৭ সালে জুনিয়র বিশ্বকাপের জন্য ভারতে উপস্থিত ছিলেন তিনি। সেই সুবাদেই ভারত তথা বিশ্বের অন্যতম প্রাচীন ডার্বি দেখার সুযোগ হয়েছিল। সেখানে ম্যাচের দিন গোটা মাঠে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের আবেগ ও দলের প্রতি ভালোবাসা দেখে নাকি প্রচন্ড হয়ে ছিলেন ফিফা প্রেসিডেন্ট। তবে এখানেই শেষ নয়। যুবভারতী ক্রীড়াঙ্গন নিয়ে ও মন্তব্য করেন সেখানে। ইনফান্তিনো জানান, একটা সময় ভারতের যে ফুটবল স্টেডিয়ামে প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টের আয়োজন হয়েছিল এবার সেখানেই খেলতে নামছে কলকাতা ময়দানের দুই প্রধান। এক্ষেত্রে দুই প্রধানের খেলোয়াড়দের জন্য শুভকামনা রইল।

তার এই পোস্ট যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে বাংলার ফুটবলপ্রেমী মানুষের মধ্যে। হিসেব অনুযায়ী দেখলে আজকের এই ম্যাচ জিততে পারলে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষে চলে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, ইস্টবেঙ্গল জয় পেলে প্লে-অফে টিকে থাকার জন্য অনেকটা প্রশস্ত হবে তাদের পথ।