আজ জন গর্জন মঞ্চ থেকে বিজেপিকে ফের বহিরাগত তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বাংলায় বিজেপি বহিরাগত, আওয়াজ তোলেন তিনি। অভিষেকের দাবি, যারা বাংলার ভাষা বোঝে না, তারা বাঙালির আবেগ বুঝবে কি করে। কিন্তু বহিরাগত তোপ দেগেও সেই ‘বহিরাগতদে ‘র প্রার্থী করলো তৃণমূল। আজ ব্রিগেড মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।
তালিকা ঘোষণা করতেই সামনে আসে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানএর নাম। বহরমপুর থেকে প্রার্থী করা হয় ইউসুফকে। আর এই নামকে হাতিয়ার করেছে বিজেপি। কারণ প্রাক্তন ক্রিকেটার গুজরাটের বাসিন্দা। কেনো তিনি বহিরাগত নন প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, ‘তৃণমূলের কোনো কথারই কোনো গুরুত্ব নেই। লোকসভা ভোটে ডবল ডিজিট পেরোতে পারবে না দলটা। ‘
শুধু ইউসুফই নয়, আসানসোল থেকে প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। এছাড়া প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ। এরা কী বাঙালির গর্ব? প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
শুধু তাই নয়, বিজেপির তরফ থেকে তালিকা প্রকাশ করে জানানো হয়েছে তাদের ৭ জন বিধায়ককে দল ভাঙিয়ে প্রার্থী করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলে কী তাহলে নেতাই টান পড়লো যে বিজেপি থেকে নিয়ে গিয়ে প্রার্থী করতে হলো? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র