SSC Scam: নথি সংরক্ষণে এসএসসি ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা

SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে রদবদলের পর সমস্ত নথি সংরক্ষণের দাবিতে আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা৷ সেই মামলায় চাকরি প্রার্থীদের পক্ষে রায় দিলেন…

school service commission office kolkata

SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে রদবদলের পর সমস্ত নথি সংরক্ষণের দাবিতে আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা৷ সেই মামলায় চাকরি প্রার্থীদের পক্ষে রায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুর ১ টা অবধি স্কুল সার্ভিস কমিশনের ভবনে কেউ প্রবেশ করতে পারবেন না৷ সিসিটিভির সমস্ত ফুটেজ কলকাতা হাইকোর্টে জমা দেবে এসএসসির সচিব।

একইসঙ্গে এদিন আদালতের তরফে জানানো হয়েছে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফার পর কারা এসএসসি ভবনে প্রবেশ করেছিলেন, সেই সংক্রান্ত সমস্ত সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করতে হবে৷

একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আজ রাত সাড়ে ১২ টা থেকে এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ আধিকারিকরা৷ যতবড়ই এসএসসির আধিকারিক হোক না কেন, আগামিকাল দুপুর ১ টা অবধি কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। কোনও তথ্য এখনও অবধি যদি বিকৃত বা নষ্ট না করা হয়ে থাকে তার দায়িত্ব নেবে সিআরপিএফ৷

উল্লেখ্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই জেরার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। এর পরেই তথ্য বিকৃত হওয়ার আশঙ্কায় রাতেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান চাকরীপ্রার্থীরা৷ তাঁদের বক্তব্য, অবিলম্বে সমস্ত নথি সংরক্ষণের জন্য সিআরপিএফ মোতায়েন করা হোক৷

চাকরি প্রার্থীদের আশঙ্কা, স্কুল সার্ভিস কমিশনের অফিসে যে সমস্ত তথ্য রয়েছে তা বিকৃত করা হতে পারে৷ এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সরিয়ে দেওয়া হতে পারে৷ অভিযোগের তীর ছিল উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যদের সহযোগীদের বিরুদ্ধে৷ এরপর চাকরীপ্রার্থীরা রাত পৌনে দশটা নাগাদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে জরুরি শুনানির আর্জি জানান। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাত ১১ টা নাগাদ শুরু হয় মামলার শুনানি।

বেনজিরভাবে এই মামলায় মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তথ্য বিকৃতি হতে পারে। এই অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে জানাতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার সুনির্দিষ্ট করে আদালত৷