Weather: আসছে কালবৈশাখী, সুখবর শোনাল হাওয়া অফিস

সপ্তাহের শুরুতে সুখবর শোনাল আবহাওয়া দপ্তর। এই সপ্তাহে কালবৈশাখীর সাক্ষী থাকতে পারে তিলোত্তমা। হতে পারে বৃষ্টিও। কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাককে পারে। আগামী…

সপ্তাহের শুরুতে সুখবর শোনাল আবহাওয়া দপ্তর। এই সপ্তাহে কালবৈশাখীর সাক্ষী থাকতে পারে তিলোত্তমা। হতে পারে বৃষ্টিও।

কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাককে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। পুরুলিয়া সহ পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির ঘরে কাছাকাছি। উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি- উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে একাধিক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। দিনের তাপমাত্রা কমের দিকে থাকলেও বাড়বে রাতের তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ, ন্যূনতম ৫৪ শতাংশ।

এ বছর এখনও পর্যন্ত ২ টো নিম্নচাপ তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যে কোনওটাই পশ্চিমবঙ্গে আসেনি। ছোটনাগপুর মালভূমিতে এ বছর কোনও নিম্নচাপ তৈরি হয়নি। কালবৈশাখীর অন্যতম উৎস ওই অঞ্চলেই। কিন্তু এ বছর খামখেয়ালি আবহাওয়ায় গরম বাড়লেও নিম্নচাপ তৈরি তো করেইনি। সাধারণত মার্চ মাসে পশ্চিমবঙ্গে ৪-৬টা কালবৈশাখী হয়। এপ্রিলেও সংখ্যাটা তেমনই থাকে। কিন্তু মার্চ পেরিয়ে গেল, কোনো কালবৈশাখী নেই। এই সপ্তাহে যদি কালবৈশাখী হয় তবে সেটিই হবে মরশুমের প্রথম কালবৈশাখী।