Contai Rape: লোন পাইয়ে দেওয়ার নাম করে যুবতীকে ধর্ষণ! গ্রেফতার ব্যাঙ্কের ম্যানেজার

লোন পাইয়ে দেওয়ার নাম করে যুবতীকে ধর্ষণের (Contai Rape) অভিযোগ। গ্রেফতার ব্যাঙ্কের ম্যানেজার। পূর্ব মেদিনীপুর জেলার বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের রামনগর শাখার ঘটনা। কাঁথি মহিলা…

bank-kanthi

লোন পাইয়ে দেওয়ার নাম করে যুবতীকে ধর্ষণের (Contai Rape) অভিযোগ। গ্রেফতার ব্যাঙ্কের ম্যানেজার। পূর্ব মেদিনীপুর জেলার বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের রামনগর শাখার ঘটনা। কাঁথি মহিলা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ম্যানেজারের নাম মানসপ্রসাদ ঘটক। তার বাড়ি কাঁথির কুমারপুরে নিবেদিতা কমপ্লেক্স আবাসনে। সে বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের রামনগর শাখার ম্যানেজার পদে কর্মরত ছিল।

শুক্রবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি মহিলা থানার পুলিশ। অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) ও ৫০৬ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

   

কয়েক বছর ধরে বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের রামনগর শাখার ম্যানেজার পদে রয়েছে মানসপ্রসাদ ঘটক। এদিকে নির্যাতিতা যুবতী কাঁথি শহরের একটি বিউটি পার্লারে কাজ করেন। ব্যাঙ্ক ম্যানেজারের মেয়ে বিউটি পার্লারে যাওয়ার সুবাদে ওই যুবতীর সঙ্গে পরিচয় হয়। এরপর মানস ওই যুবতীকে মোটা অঙ্কের টাকা লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

এপ্রিল মাসে লোন সংক্রান্ত কথা বলার জন্য ওই যুবতীকে নিবেদিতা কমপ্লেক্সে ডেকে পাঠায় সুজয়। সেই সময় ওই ম্যানেজারের বাড়িতে স্ত্রী, ছেলে ও মেয়ে, কেউ ছিল না বলে অভিযোগ। এরপর ওই যুবতীকে ধর্ষণ করে সুজয়, তেমনটাই অভিযোগ উঠেছে। এই কথা কাউকে জানালে যুবতীকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় সে।

প্রথমে ঘটনার কথা চেপে গেলেও গত ১ মে ওই যুবতী কাঁথি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত নেমে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি শহর থেকে অভিযুক্ত ম্যানেজারকে গ্রেফতার করে। কাঁথি মহিলা থানায় এক পুলিশ আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্ত ম্যানেজার মানসপ্রসাদ ঘটকের আইনজীবী অসীম চক্রবর্তী বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। আমার মক্কেলকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। ওই যুবতী কাঁথির বাসিন্দা হয়েও কাঁথি শাখায় লোনের জন্য না গিয়ে রামনগরে শাখায় গেলেন কেন? সেই প্রশ্ন তোলেন অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের আইনজীবী।

অভিযোগকারী যুবতীর আইনজীবী অর্নিবাণ চক্রবর্তী বলেন, গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে। আদালত গোটা বিষয়টি বিবেচনা করে দেখছে। অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।