যুবভারতী ক্রীড়াঙ্গন ঘরে সাজোসাজো রব। কলকাতায় ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল ম্যাচের আসর। শহরে এসে পৌঁছেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের কোচ ও ফুটবলাররা।
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের কোনও অংশে পিছিয়ে রাখছে না মুম্বই সিটি এফসি। বরং মুম্বইয়ের ভাবনায় যুবভারতী ক্রীড়াঙ্গন। ফাইনাল ম্যাচে অবশ্যই হোম এডভ্যান্টেজ পাবে মোহনবাগান। মুম্বই সিটি ফসিকে প্রতিপক্ষের আক্রমণের পাশাপাশি বাগান সমর্থকদের চাপও সামলাতে হবে। সাংবাদিক সম্মেলনে যুবভারতীর দর্শক ঠাসা গ্যালারির কথা উঠে এসেছে রাহুল ভেকের বক্তব্যে।
ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট পূর্ণ শক্তির দল হাতে পাচ্ছে না। শাস্তির কারণে খেলতে পারবেন না আর্মান্দো সাদিকু। বাগানের মতো মুম্বই সিটি এফসিও পাচ্ছে না পূর্ণাঙ্গ স্কোয়াড। সিটি কোচ পিটার ক্রাতকি জানিয়েছেন, শনিবারের ফাইনাল ম্যাচে আকাশ মিশ্রকে তিনি মাঠে নামাতে পারবেন না। গত ম্যাচেও খেলতে পারেননি আকাশ। মাঠে নামার মতো ফিটনেস তাঁর এখনও নেই বলে জানিয়েছেন পিটার।
The 2️⃣ Finalists have arrived to give their final thoughts ahead of the #ISLFinal! 🗣️
Follow this 🧵 for all updates!#MBSGMCFC #ISL #ISL10 #LetsFootball #ISLPlayoffs #MBSG #MumbaiCityFC | @mohunbagansg @MumbaiCityFC @JioCinema @Sports18 pic.twitter.com/lqdZYzTxT4
— Indian Super League (@IndSuperLeague) May 3, 2024
চোটের কারণে খেলতে পারবেন না আকাশ মিশ্র। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে পারবেন না মুম্বই সিটি এফসির আরো একজন ফুটবলার। তিনি ভ্যান নেইফ। সাসপেনশনের কারণে তিনি খেলতে পারবেন না. ফলত সবুজ মেরুন ব্রিগেডের বিরুদ্ধে প্রথম একাদশে থাকার যোগ্য দুই ফুটবলারকে ছাড়া দল সাজাবেন মুম্বই সিটি এফসির কোচ।