নওশাদের সঙ্গে নকশাল যোগের অভিযোগ শওকত মোল্লার

আজ নওশাদকে যখন পুলিশ রাস্তায় বাধা দেয় ঠিক সেই সময় শওকত মোল্লা বিধানসভার বাইরে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন নওশাদের সঙ্গে নকশাল যোগ রয়েছে। তৃণমূল…

আজ নওশাদকে যখন পুলিশ রাস্তায় বাধা দেয় ঠিক সেই সময় শওকত মোল্লা বিধানসভার বাইরে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন নওশাদের সঙ্গে নকশাল যোগ রয়েছে। তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে রীতিমতো শোরগোল পড়েছে গোটা রাজনৈতিক মহলে।

নওশাদ এবং নকশাল আঁতাত এমনটাই অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে মিলেছে হ্যান্ড গ্রেনেড এমনটাই দাবি করছেন শওকত মোল্লা। তার দাবি, এই হ্যান্ড গ্রেনেড নকশালদের। মুখ্যমন্ত্রীর কাছে সিট গঠন করা হোক বলে দাবি করছেন শওকত মোল্লা। তদন্তের দাবি জানালেন তৃণমূল বিধায়ক।

   

শওকত মোল্লা জানিয়েছেন, “বিভিন্ন জায়গা থেকে নকশাল পন্থীরা ঢুকে পড়ছে। গুড়ি দিয়ে রাস্তা কেটে দিয়ে ঠিক যেমনভাবে জমি আন্দোলনটা হয়েছিল। বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল থেকে শুরু করে যে আন্দোলনটা হয়েছিল। সেই ভাবেই আমরা দেখছি ভাঙড়েও একই ভাবে করতে চায়”।

তিনি আরো অভিযোগ করে বলেন, আমার কাছে ছবি আছে হ্যান্ড গ্রেনেডের। হ্যান্ড গ্রেনেড একমাত্র ব্যবহার করে নকশাল পন্থীরা। সেই গ্রেনেড আজ আমরা দেখলাম ভাঙড়ে। আইএসএফের মত একটা দল যে দল ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে সন্ত্রাসবাদী কার্যকলাপ ভাঙড়ের মাটিতে চালাচ্ছে।

বহুবার নওশাদের সঙ্গে শওকতের দ্বন্দ্ব সামনে এসেছে কিন্তু এবার সোজাসুজি নওশাদের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করলেন তা এই মুহূর্তে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে বলা হচ্ছিল যে আইএসএফের সঙ্গে বিজেপির একটি সংযোগ রয়েছে তবে এবার বলা হচ্ছে নকশালদের সংযোগ রয়েছে এই আইএসএফের।