ফাইনাল ম্যাচের আগের দিন৷ সাংবাদিক সম্মেলনে চাঁদের হাট। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে শুক্রবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Mohun Bagan Coach Antonio Lopez Habas) , অধিনায়ক শুভাশিস বসু, দিমিত্রি পেত্ৰাতস ও সাহাল আব্দুল সামাদ। চারজনেই খোশ মেজাজে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে।
মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দল মুখোমুখি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে। ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির। বাগান কোচ জানালেন তাঁর পরিকল্পনার কথা।
অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ দীর্ঘায়িত করতে চাইছেন না মোহনবাগান সুপার জায়ান্টের কোচ. বরং যত দ্রুত সম্ভব ম্যাচের ভাগ্য লিখে দিতে চাইছেন তিনি। লোপেজ হাবাসের কথায়, ‘কোচ হিসেবে প্রথমার্ধেই ম্যাচের নিষ্পত্তি করতে চাইছি, ৪৫ মিনিটেই।’ হাবাসের কথার রেশ ধরে অনুমান করা হচ্ছে, প্রথম থেকেই গোল করার জন্য চেষ্টা চালাতে পারে সুপার জায়ান্ট। আক্রমণ গড়ে তোলার ব্যাপারে জোর দিতে পারে মোহনবাগান।
অনুশীলনে গোপনীয়তা বজায় রেখেছিলেন লোপেজ হাবাস। প্র্যাকটিস গ্রাউন্ডের ৫০০ মিটারের মধ্যে বাইরের কাউকে পা রাখতে দেননি। কালো কাপড়ে মাঠ ঢেকেও অনুশীলন করিয়েছেন। ফলত মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বাগানের স্ট্র্যাটেজি ঠিক কী হতে চলেছে সেটা হাবাস এন্ড কোং ছাড়া আর কেউ বলতে পারবেন না। স্প্যানিশ কোচ মূলত রক্ষণ সামলে আক্রমণে ওঠার কৌশল অবলম্বন করে থাকেন। তবে চমকও দিতে পারেন। শুরু থেকেই আক্রমণ। সাংবাদিক সম্মেলনেই হয়তো ইঙ্গিত দিলেন তিনি- ৪৫ মিনিটেই শেষ করতে চাই ম্যাচ।