আদালতের ‘চাপে’ শুভেন্দুকে বাদ দিয়েই সস্ত্রীক জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের

আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল প্রদান অনুষ্ঠানে ৩ জনের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এবার আসানসোলের ঘটনায় সস্ত্রীক প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির…

Suvendu Adhikari asansol

আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল প্রদান অনুষ্ঠানে ৩ জনের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এবার আসানসোলের ঘটনায় সস্ত্রীক প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের।যদিও আদালতের নির্দেশে রক্ষাকবচ পেয়েছেন শুভেন্দু।

জানা যাচ্ছে, জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে আসানসোলন উত্তর থানায়। বিজেপির কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাতে চৈতালি তিওয়ারিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩০৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগপত্রে নাম নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বুধবার আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে ৩ জনের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল রাজ্যের শাসক দল। কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু এরই মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হল।

আগামী দিনে এই তালিকায় শুভেন্দুর নাম যুক্ত হবে? উঠছে প্রশ্ন। কারণ, শুরু থেকেই আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অভিযোগ, অনুমতি না নিয়েই ওই দিন অনুষ্ঠান হয়েছিল।

অন্যদিকে, বিজেপির প্রশ্ন, শুভেন্দু অধিকারী যাওয়ার পরেই সেখানকার প্রশাসন নিরাপত্তা আলগা করে দিয়েছিল। এমনকি সিভিক ভলেন্টিয়ারদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছিল। পুলিশ কমিশনার সুধীর নীলকন্ঠমের বক্তব্য, কী ভাবে ঘটনাটা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। ডিসি ওয়েস্ট অভিষেক মোদীর তত্ত্বাবধানে তদন্ত চলছে।

বিজেপির তরফে দাবি করা হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অভিযোগ দায়ের করা হয়েছে। ইচ্ছাকৃতভাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।