বরাবরই তিনি সাধারণ। অসাধারণ হয়েও তিনি সাধারণ। মাটির মানুষ। আগে বহুবার ভাইরাল হয়েছে তাঁর সাধারণ জীবনযাপনের ভিডিও। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল তাঁর পুত্রকে স্কুলে ভরতি করার জন্য লাইন দিয়ে ফর্ম জমা দেবার ভিডিও। কোনও অযাচিত সুযোগ নেননি। এবার তিনি সাধারণ ভাবে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের মঞ্চে এসে যা করে গেলেন তা নিয়ে সোশ্যাল মাধ্যম তোলপাড়। কিছু না করেও দু কলি গেয়েই ভাইরাল অরিজিৎ সিং (Arijit Singh)। শুধুমাত্র দু লাইন গেয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন একটু গান গাইতে। তা তিনি গাইলেন, প্রথমে বোঝে না সে বোঝে না। ওটাই ওই বার চারেক এদিক ওদিক করে তারপর গাইলেন রঙ দে তু মোহে গেরুয়া। ব্যাস এতেই যথেষ্ট। সোস্যাল মাধ্যম উত্তাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ‘বোঝে না সে বোঝে না, রঙ দে তু মোহে গেরুয়া’। সম্পূর্ন অরাজনৈতিক, অতি সাধারণ। কিন্তু ওই তিনি এমনই। তার আগে আবার বললেন ‘এবার একটা গান গেয়ে দেই, তাহলেই ল্যাটা চুকে যাবে’। এই নীল সাদা – গেরুয়ার প্রতিনিয়ত লড়াইয়ে ভাইরাল হবার জন্য এটুকুই অনেক। আর দেখে কে। গান গেয়ে অরিজিৎ চুকিয়ে দিলেন ল্যাটা।
At the Kolkata Film Festival, Mamata Banerjee asked Arijit Singh to sing one of his favourites and he chose रंग दे तू मोहे गेरुआ…
It was an evening of realisations. From Mr Bachchan to Arijit, who reminded Mamata Banerjee, in her backyard, that the future of Bengal is saffron… pic.twitter.com/57n2RztC8B
— Amit Malviya (@amitmalviya) December 16, 2022
তিনি কিন্তু সেই জিয়াগঞ্জের অরিজিৎ মনে করেন নিজেকে। তিনি সাধারণের অসাধারণ এভাবেই। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে সম্মান জানানো হয়। সবাই সেখানে উপস্থিত, টলিউড এবং বলিউড এর সকল বিশিষ্ট অতিথি উপস্থিত, রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। আর সকলেই এসেছে একদম পরিপাটি হয়ে। আর তার মাঝে হঠাৎ করেই এসে পড়লেন একটা সাধারণ চাদর গায়ে দেওয়া মাথায় একটা টুপি পড়া, আর পাজামা পাঞ্জাবী পড়া, এবং একটা হাওয়ায় চপ্পল পড়া একটা লোক। আর দর্শক যেমনই তাকে দেখতে পেলো, গোটা হলটা কেঁপে উঠলো একটা প্রবল সমবেত চিৎকারে। কিন্তু সেই লোকটা এসে শুধু স্টেজে উঠে একবার হাত নাড়লেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আর তাতেই যেন দর্শকের উত্তেজনা চরম সীমায় পৌঁছে গেলো। আর সেটাই অরিজিৎ সিং।