WHO: করোনা থাকবে কিন্তু জরুরি অবস্থা আর নয়

করোনা (Corona) সংক্রমণ থাকবেই। এমনই জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। আরও জানানো হয়েছে, আগামী বছরের মধ্যে করোনাভাইরাসকে ঘিরে আর কোনও জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি…

Corona will remain but no more emergency

করোনা (Corona) সংক্রমণ থাকবেই। এমনই জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। আরও জানানো হয়েছে, আগামী বছরের মধ্যে করোনাভাইরাসকে ঘিরে আর কোনও জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি থাকবে না।

হু প্রতিবেদনে বলা হয়েছে, করোনা হামলার তিন বছর পর এটাই চরম সত্য যে এই ভাইরাস থাকবেই। তবে এটি একটি সাধারণ শ্বাসকষ্ট রোগ হিসেবেই থেকে যাবে। অন্যান্য শ্বাসতন্ত্র রোগ যেভাবে চিকিৎসা করা হয়, এই রোগও সেভাবেই চিকিৎসা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর হার কমেছে। করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা এখন এক পঞ্চমাংশে নেমে এসেছে। কিন্তু এই হার এখনও অনেক বেশি। তিনি বলেন, গত সপ্তাহে করোনায় ১০ হাজার মানুষ মারা গেছেন। এই সংখ্যা অনেক বেশি। এখনও মানুষের জীবন বাঁচাতে অনেক কিছু করতে হবে।