TMC: জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন

বাড়ির কাছেই খুন করা হলো তৃণমূল নেতাকে।  নিহতের নাম সইফুদ্দিন লস্কর। তিনি জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি। বামনগাছির পঞ্চায়েত সদস্য। এদিন  ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে…

বাড়ির কাছেই খুন করা হলো তৃণমূল নেতাকে।  নিহতের নাম সইফুদ্দিন লস্কর। তিনি জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি। বামনগাছির পঞ্চায়েত সদস্য। এদিন  ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে নমাজ পড়তে যাচ্ছিলেন। তখনই গুলি করা হয়।

কালীপুজোর পরেরদিন সকালেই রাজ্যে খুন। জয়নগরে এক তৃণমূল নেতাকে ভোরবেলা গুলি করে খুন করা হয়েছে। তিনি মসজিদে যাচ্ছিলেন সেই সময় তাকে আক্রমণ করেন দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ ওই নেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।নিহত সইফুদ্দিনর স্ত্রী বামগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান।

   

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। পথে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তার কাঁধে লাগে। রাস্তায় লুটিয়ে পড়েন সইফুদ্দিন। স্থানীয় বাসিন্দারা ঘট রক্তাক্ত সইফুদ্দিনকে উদ্ধার করে জয়নগর ১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। তিনি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রকেই দায়ী করেছেন। বিভাস বলেন, “নমাজ পড়তে গিয়ে যে সইফুদ্দিন এ ভাবে খুন হবে, আমরা ভাবিনি। ও এলাকায় জনপ্রিয় ছিল। মানুষকে সঙ্গে নিয়ে কাজ করত। গরিব মানুষের জন্য অনেক কাজ করেছে। ওর কোনও শত্রু আছে বলে আমার জানা নেই। যারা করেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।”