Weather: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ,একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

ভাইফোঁটায় রাজ্যের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফের নিম্নচাপ কাঁটা হয়ে দাঁড়াতে পারে চলতি সপ্তাহে উৎসবের আমেজে। ১৬ নভেম্বর রয়েছে ইডেনে ম্যাচ। সেই ম্যাচে বৃষ্টি…

ভাইফোঁটায় রাজ্যের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফের নিম্নচাপ কাঁটা হয়ে দাঁড়াতে পারে চলতি সপ্তাহে উৎসবের আমেজে। ১৬ নভেম্বর রয়েছে ইডেনে ম্যাচ। সেই ম্যাচে বৃষ্টি প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা।

বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তাতেই চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভাইফোঁটা রয়েছে ১৪ ও ১৫ নভেম্বর। সেই দিনই নিম্মচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা পরে ১৬ নভেম্বর তা গভীর নিম্নচাপে পরিণত হবে।

   

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সোম ও মঙ্গলবার বর্ষণের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বুধে, বৃহস্পতিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।