Qatar WC: যেন বিশ্ব ফুটবলের কর্ণ! ‘হাকিমি তুমি আমাদের হৃদয়ে’ জানিয়ে দিল বার্সেলোনা

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: সকালে আমার মেসেঞ্জারে ঝিলিক দিল ছবিটা। স্পেন (Spain) থেকে পাঠিয়েছে অনেকদিনের বন্ধু ইলিনা। যখনই স্পেন যাই ইলিনা আমার ইউরোপ গাইড হয়।…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: সকালে আমার মেসেঞ্জারে ঝিলিক দিল ছবিটা। স্পেন (Spain) থেকে পাঠিয়েছে অনেকদিনের বন্ধু ইলিনা। যখনই স্পেন যাই ইলিনা আমার ইউরোপ গাইড হয়। ওর বাড়ি (Barcelona) বার্সেলোনা। বিশ্ব ফুটবলের তাবড় তাবড় ফুটবলারদের সেখানে আকছার দেখা যায়। সেই বার্সেলোনার গলিপথ, রাজপথে মরক্কোর (Morocco) তারকা ফুটবলার (Achraf Hakimi) হাকিমি ও তাঁর মায়ের সেই অনবদ্য মুহূর্তটির ছবি দেয়ালচিত্র রূপ পেয়েছে। বার্সেলোনা জানিয়ে দিল “হাকিমি তুমি আমাদের হৃদয়ে”। বিশ্বকাপের দেশ কাতার (Qatar WC)  আপ্লুত এই ছবি দেখে।

কাতার বিশ্বকাপের নায়ক কে? মেসি নাকি এমবাপ্পে? কিংবদন্তি মেসি বিদায় নেবেন বিশ্বফুটবল থেকে। আর্জেন্টিনীয় তারকা তাঁর ফাইনাল ম্যাচটি খেলবেন ১৮ ডিসেম্বর। আর ফরাসি তারকা এমবাপ্পে নিজের দেশের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে জান লড়িয়ে দেবেন।

   

আর আশরাফ হাকিমি? তিনি এই বিশ্বকাপের কর্ণ! মহাভারতের উদাহরণ টানলাম। তিনি আসলেই নায়ক। আফ্রিকার দেশ, আরব দুনিয়ার দেশ মরক্কো বিশ্বকাপে ফাইনালে উঠতে পারেনি। তবে ওই মহাদেশের প্রথম ও বিশ্ব ফুটবলে প্রথমবার মরক্কো সেমিফাইনাল খেলেছে।  হাকিমির খেলার জাদুতে সে ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। ফ্রান্সের কাছে পরাজয়ের পরেও মরক্কো নিয়ে তুমুল আগ্রহ। তৃতীয় স্থানের জন্য ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে মরক্কো।

আশরাফ হাকিমি মুহ ফরাসি পেশাদার ফুটবল লিগে খেলেন। তাঁকে বিশ্ব ফুটবলের আর এক শীর্ষ দেশ স্পেন জানাচ্ছে শুভেচ্ছা। এর পিছনে আর একটি কারণ, আফ্রিকার সাথে সবথেকে ঘনিষ্ঠ ইউরোপের দুটি দেশ স্পেন ও ফ্রান্স। ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীর সাড়ে ১৪ কিলোমিটার জলপথ দূরত্বের দুপারে দুই মহাদেশ। তাই স্পেন ও ফ্রান্সে মরক্কোর জনগণ বেশি। তবে বার্সেলোনা আসলেই ফুটবলের শহর। সেই ফুটবল প্রীতি থেকেই বার্সেলোনা জুড়ে হাকিমি আর হাকিমি।

বার্সেলোনা থেকে দোহা ছাড়িয়ে বিশ্বের সর্বত্র হাকিমির নাম। তিনি মহাযুদ্ধের পরাজিত নায়ক। তিনি কর্ণের মতো লড়াই করেছেন। বিশ্ববাসীর হৃদয়ে থেকে গেছেন।