Coal Scam: সোমবার পর্যন্ত অভিষেককে গ্রেফতারে সুপ্রিম নিষেধাজ্ঞা, তৃণমূলে চাপা স্বস্তি

কয়লা পাচার (Coal Scam) তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের মাঝেই সুপ্রিম কোর্টের (SC) নিষেধাজ্ঞা, কোনওভাহেই সোমবার পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না। এই নিষেধাজ্ঞার…

Abhishek Banerjee

কয়লা পাচার (Coal Scam) তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের মাঝেই সুপ্রিম কোর্টের (SC) নিষেধাজ্ঞা, কোনওভাহেই সোমবার পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না। এই নিষেধাজ্ঞার পর তৃণমূল (TMC) কংগ্রেস মহলে স্বস্তি। তবে দলীয় সা়ধারণ সম্পাদক ভবিষ্যতে গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কা করছেন নেতাদের একাংশ।

ইডি জিজ্ঞাসাবাদের মাঝে বিজেপি রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদার বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, আজ বড় কিছু ঘটবে। তাঁর এই মন্তব্যের পরেই তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। পরে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার জেরে স্বস্তি এসেছে।

কলকাতায় ইডি জিজ্ঞাসাবাদ শুরুর পরেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদে তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, তদন্তের নামে অভিষেককে হেনস্তা করছে। অহেতুক বারবার ডাকা হচ্ছে। বিদেশে চিকিৎসার জন্য গেলেও বাধা দেওয়া হচ্ছে। আদালত অভিষেকের পক্ষের আইনজীবীদের যুক্তি সোনার পর আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করে। তবে সোমবার অবধি অভিষেককে গ্রেফতার করা যাবে না। জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

শুক্রবার সকাল ১১ টার আগে ইডির দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর মধ্যে দু’বার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে হয়েছিল। আগেও সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের সেই বয়ানের সঙ্গে একাধিক সাক্ষীদের বয়ান মিলিয়ে দেখা হয়। সেখানে অসঙ্গতি ধরা পড়ার কারণেই ফের তলব করা হয়েছে তাঁকে।