ATK Mohun Bagan : আইএসএল শুরু হওয়ার আগে ফুল ফুটতে পারে বাগানে

ইন্ডিয়ান সুপার লিগে নামার আগে AFC Cup– এর ম্যাচ। ইন্টার-জোনাল সেমিফাইনালে বাগানের বিরুদ্ধে কুয়ালামপুর সিটি। খাতায় কলমে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কিছুটা এগিয়ে…

Good news for ATK Mohun Bagan fans

ইন্ডিয়ান সুপার লিগে নামার আগে AFC Cup– এর ম্যাচ। ইন্টার-জোনাল সেমিফাইনালে বাগানের বিরুদ্ধে কুয়ালামপুর সিটি। খাতায় কলমে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কিছুটা এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে।

AFC Cup জোনাল পর্বে চোখ ধাঁধানো পারফরম্যান্স বলতে যা বোঝায়, সেটা কুয়ালামপুর সিটির ছিল না। তবে দরকারের সময় দলটি জয় পেয়েছে। বলা ভালো, চাপের মুখে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে কুয়ালামপুর সিটি।

জোনাল ফাইনালের প্রথম ম্যাচে পিএসএম – কে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। তারপরের ম্যাচেই কোনও রকমে মানরক্ষা। সাবাহর বিরুদ্ধে দু’বার এগিয়ে থেকেও ম্যাচ ড্র। দলটির মধ্যে ধারাবাহিকতার অভাব লক্ষণীয়। গ্রুপ পর্বেও অনুরূপ ছবি।

সিটির বিপরীতে এএফসি কাপে এটিকে মোহন বাগানের পারফরম্যান্স বেশ ভালো। এই টুর্নামেন্টকে মাথায় রেখেই দল গড়েছেন হুয়ান ফেরান্ডোরা। ইতিমধ্যে জিতেছে ডার্বি। তবে নতুন মরসুমের জন্য দল এখনও পুরোপুরি তৈরি নয় বলে জানিয়েছেন কোচ। মাঝে এখনও কিছু দিন বাকি। তার আগে বাগান আরও গোছানো হবে বলে আশা করবেন ফুটবল প্রেমীরা।

এএফসি কাপের পরেই এটিকে মোহন বাগানকে নামতে হবে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে। কয়েক দিনের ব্যবধানে রয়েছে খেলা। ফুটবলারদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখাও কোচ সহ এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্টের কাছে চ্যালেঞ্জ হতে পারে।