Sports News : এ ক্ষেত্রে বাংলার রঞ্জন ভট্টাচার্য এবং হুয়ান ফেরান্ডোর ভাবনা অনেকটা একই

Sports News : সন্তোষ ট্রফির প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকার পর জ্বলে উঠেছিলেন তৃতীয় ম্যাচে। মেঘালয়ের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন এটিকে মোহন বাগানের ফারদিন আলি…

Sports News : সন্তোষ ট্রফির প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকার পর জ্বলে উঠেছিলেন তৃতীয় ম্যাচে। মেঘালয়ের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন এটিকে মোহন বাগানের ফারদিন আলি মোল্লা। আগামী ম্যাচেও ফর্ম ধরে রাখার ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।

সম্প্রতি এক ক্রীড়া সংবাদ মাধ্যমের তরফে ফারদিন আলি মোল্লার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে তিনি জানিয়েছেন বাংলা দলে এবং বাগানের হয়ে খেলার অভিজ্ঞতার কথা। আদপে ফরোয়ার্ড এই তরুণ ফুটবলারকে উইংয়ের দিকে খেলাচ্ছেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য।

ফারদিন বলেছেন, ‘আগে আমি উইংয়ের দিকে খেলতাম না। রঞ্জন স্যার প্রথম আমাকে ওই পজিশনে খেলানোর কথা ভেবেছিলেন। আমারও খেলতে ভালো লাগছে। ওনার জন্যই আমি স্কোর শিটে নিজের নাম তুলতে পারছি।’

এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্ডো প্রসঙ্গে, ‘হুয়ান স্যারও আমাকে ওই জায়গায় খেলান। ব্যক্তিগত ভাবে উন্নতি করতে সুবিধা হচ্ছে।’

বাংলার এই ফরোয়ার্ড জানিয়েছেন যে দলের অভিজ্ঞ খেলোয়াড়রা তাঁকে কীভাবে সাহায্য করেন। ‘ কোচের কথা শুনে চলার জন্য প্রীতম কোটাল, শুভাশীষ বসু আমাকে বারবার বলেছেন। প্রথম টাচ, ফিনিশিংয়ের ব্যাপারে সাহায্য করেছেন মনভীর সিং।’