জাহাঙ্গীরপুরীর মতো স্পর্শকাতর বিষয়ে ভুয়ো খবর প্রকাশ করা যাবে না, নির্দেশ কেন্দ্রের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দিল্লির জাহাঙ্গীরপুরী গোষ্ঠী সংঘর্ষ নিয়ে কোনও ধরনের উস্কানিমূলক ও স্পর্শকাতর খবর সম্প্রচার করা যাবে না। শনিবার দেশের টেলিভিশন চ্যানেলগুলিকে নির্দেশিকায় এই কথা জানিয়েছে…

Ministry of Information and Broadcasting issues advisory to private satellite TV channels

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দিল্লির জাহাঙ্গীরপুরী গোষ্ঠী সংঘর্ষ নিয়ে কোনও ধরনের উস্কানিমূলক ও স্পর্শকাতর খবর সম্প্রচার করা যাবে না। শনিবার দেশের টেলিভিশন চ্যানেলগুলিকে নির্দেশিকায় এই কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting)।

নির্দেশিকায় জানানো হয়, সম্প্রতি একাধিক টেলিভিশন চ্যানেল কিছু ঘটনার বিভ্রান্তিকর, স্পর্শকাতর ও ভুয়ো খবর সম্প্রচার করে চলেছে। এমনকী, খবর করতে গিয়ে যে সমস্ত ভাষা ব্যবহার করা হচ্ছে সামাজিক মাধ্যমে সেটাও উচিত নয়। খবরকে উত্তেজক করে তুলতে অশ্লীল, সাম্প্রদায়িক রঙ চড়ানো হচ্ছে। এতে সম্প্রচার আইন ভঙ্গ করা হচ্ছে। এরপরই ওই নির্দেশিকায় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এবং জাহাঙ্গীরপুরীর সংঘর্ষের কথা উল্লেখ করা হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

নির্দেশিকায় আরও বলা হয়েছে, বেশকিছু টেলিভিশন চ্যানেল যুদ্ধের সংবাদ পরিবেশন করতে গিয়ে আন্তর্জাতিক সংস্থা ও অভিনেতাদেরও ভুয়ো বিবৃতি ব্যবহার করছে। খবর এমনভাবে প্রকাশ করা হচ্ছে সেটা যথেষ্টই উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর। বেশিরভাগ টেলিভিশন চ্যানেলের সাংবাদিক এবং সঞ্চালককে দেখা গিয়েছে গলা উঁচু করে রঙ চড়িয়ে তাঁরা খবর পরিবেশন করছেন।

ওই নির্দেশিকায় এটাও বলা হয়েছে যে, ১৮ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে বলা হয় রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে। শুধু তাই নয়, এই দাবির সপক্ষে একাধিক আন্তর্জাতিক সংস্থার বিবৃতি প্রকাশ করা হয়। পরে দেখা গিয়েছে ওই বিবৃতিগুলি কোনওটাই সঠিক নয়। একইভাবে জাহাঙ্গীরপুরীর খবর পরিবেশন করা হয়েছে। এটা ঠিক না, এটা চলতে পারে না।

এই নির্দেশ পাওয়ার পরেও যদি কোন টেলিভিশন চ্যানেল এ ধরনের খবর প্রকাশ করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।