Pother Panchali: পথের পাঁচালীর অপু দুর্গা আজ কোথায়!

সত্যজিৎ রায়ের পথের পাঁচালী (Pother Panchali) শুনলেই বাঙালির মনে দাগ কেটে যায়। ১৯৫৫ সালে ২৬ শে আগস্ট এই সিনেমা মুক্তি পেয়েছিল। তখন কেইবা জানত সেই…

সত্যজিৎ রায়ের পথের পাঁচালী (Pother Panchali) শুনলেই বাঙালির মনে দাগ কেটে যায়। ১৯৫৫ সালে ২৬ শে আগস্ট এই সিনেমা মুক্তি পেয়েছিল। তখন কেইবা জানত সেই সিনেমা বাংলা তথা ভারতের চলচ্চিত্র জগতকে সারা বিশ্বের দরবারে আলাদা সম্মান পাইয়ে দেবে। এই ছবিতে সত্যজিৎ রায় প্রত্যেকটি চরিত্রকে আলাদাভাবে ফুটিয়ে তুলেছিলেন। মানুষের মনে প্রত্যেকটি চরিত্রের জন্য আলাদা জায়গা গড়ে উঠেছিল।

‘পথের পাঁচালী’-র নাম শুনলেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তীর নাম আমাদের মনে আসে। কিন্তু এই পরিচিত নাম গুলি ছাড়া এই ছবির দুটো চরিত্র মানুষ সবচেয়ে বেশি মনে রেখেছে। এই পুরো ছবিটি যে দুই ভাই বোনের গল্পকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। সেই দুই ভাই বোন অপু আর দুর্গা। কারা ছিলেন এই অপু দুর্গা? কিভাবেই বা খুঁজে পেয়েছিলেন সত্যজিৎ রায় তাদের? এখনই বা কোথায় আছে সেই অভিনেতারা? জানা যায় ১৯৫০ সাল থেকেই সত্যজিৎ রায় অপুর চরিত্রে অভিনয় করার জন্য একজন শিশু শিল্পীকে খুঁজছিলেন। হঠাৎই একদিন সত্যজিৎ রায়ের লেক এভিনিউ -এর বাড়ির সামনে কতগুলি বাচ্চা ছেলে খেলা করছিল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400
বর্তমানে অপু দুর্গার চেহারা

তাদের মধ্যে একজনকে দেখে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া দেবীর এই অপু চরিত্রটির কথা মনে হয়। সেটি তিনি সত্যজিৎ রায়কে বলেন। এবং তারপরেই সত্যজিৎ রায় ডেকে পাঠান এই ছোট ছেলেটিকে। ছেলেটির নাম সুবীর বন্দ্যোপাধ্যায়, তার বড় দাদার সাথে সে সত্যজিৎ রায়ের বাড়িতে আসেন। এবং সত্যজিৎ রায় তাকেই অপুর চরিত্রে নির্বাচন করেন। পথের পাঁচালীতে অপুর চরিত্রে অভিনয় করার পরে তাকে আর কখনোই অভিনয় জগতে দেখতে পাওয়া যায়নি। তারপরে তিনি একজন চাকরিজীবী হয়ে তার জীবনটা কাটিয়েছেন। ফ্যাক্টরির মিলহ্যান্ড থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে এখন অবসর গ্রহণ করেছেন। কৌশিক গঙ্গোপাধ্যায় ২০১৩ সালে ‘অপুর পাঁচালী’ বলে একটি ছবি করেছিলেন যেটি বাস্তবে অপুর জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
ঠিক অপুর মত আরও একটি চরিত্র ছিল ‘পথের পাঁচালী’ ছবিটিতে। অপুর দিদি দুর্গা।

দর্শক দুর্গা চরিত্রটি কে মনের মনিকোঠায় আলাদা জায়গা দিয়েছে। কিন্তু কারা ছিলেন এই দুর্গার চরিত্রে অভিনয় করা অভিনেত্রীরা। দুর্গা চরিত্রটিতে ছোট এবং বড়বেলা নিয়ে দুজন অভিনেত্রী অভিনয় করেছিলেন একজন হলেন রুনকি বন্দ্যোপাধ্যায় ও অন্যটি হলেন উমা দাশগুপ্ত। এই দুই অভিনেত্রীকে দুর্গা চরিত্রের পরে আর কোন ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। এই দুই অভিনেত্রী সম্বন্ধে তেমন কিছু খবরও জানতে পারা যায় না। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ‘পথের পাঁচালী’ ছবিটির মতো ছবিতে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীদের মানুষ মনেই রাখিনি। তবে তাদের চরিত্র কে প্রায় ৬৭ টি বছর পরেও সমানভাবে ভালোবেসে চলেছে।