Abhishek Banerjee: ইডির নিষেধাজ্ঞা দেশ ছাড়তে পারবেন না, আদালতে গেলেন অভিষেক

কয়লা পাচার মামলায় জড়িয়ে বেশ কয়েকবার জেরা হয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এবার চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন। আগামী ১০…

Abhishek Banerjee visit to Assam

কয়লা পাচার মামলায় জড়িয়ে বেশ কয়েকবার জেরা হয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এবার চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন।

আগামী ১০ জুন পর্যন্ত ইডি হাজিরায যেন না ডাকা হয় এই মর্মে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটকে জানিয়েছিলেন। ইডি বলেছে কোনও অবস্থায় বিদেশ যাওয়া যাবে না। এই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির জন্য অনুমতি চান অভিষেক বন্দোপাধ্যায়। জরুরি শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরীর।

কয়লা পাচার মামলায় দু’বার দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছেন অভিষেককে৷ সুপ্রিম কোর্টে আবেদন করেন, কলকাতায় ইডির অফিস থাকলেও কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে।সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত তিনি৷ তাঁকে কলকাতায় জেরা করার নির্দেশ এসেছে।

এই মামলায় জড়িয়েছেন অভিষেকের স্ত্রী রুজিরা। তাঁকেও ফের জেরা করবে ইডি। এবার অভিষেক জানান, চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যেতে হবে৷