বিজেপি নেতা কয়লা মাফিয়া রাজু ঝা খুনের তদন্তে ধৃত এক

কয়লা মাফিয়া ও বিজেপির নেতা রাজু ঝার খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। খুনের ঘটনার ১৯ দিন পরে পুলিশের এই সাফল্য। গত ১ এপ্রিল পূর্ব…

কয়লা মাফিয়া ও বিজেপির নেতা রাজু ঝার খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। খুনের ঘটনার ১৯ দিন পরে পুলিশের এই সাফল্য। গত ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গুলি করে খুন করা হয় রাজু ঝাকে। এই খুনের ঘটমান পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রাজু ঝা খুনের ঘটনায় ঘটনার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে ১২ জনের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। নিহত রাজু ঝা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা ছিল। কলকাতায় যাওয়ার পথে তাকে খুন করা হয়। ঘটনার দিনে রাজু ঝার সঙ্গে থাকা গোরু পাচার মামলায় অভিযুক্ত আবদুল লতিফকে তলব করা হয়েছে। সমন পাঠানো হয়েছে দুর্গাপুরের বাসিন্দা লোকেশ সিং, রীতেশ সিং, সায়নদের। এছাড়াও উত্তরপ্রদেশের তিনজন, ঝাড়খণ্ডের ২ জন কয়লা মাফিয়াকেও ডেকে পাঠিয়েছে সিট।

রাজু ঝা খুনে ভিন রাজ্যের মাফিয়া গ্যাংয়ের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের।প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, ঘটনার দিন সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ একটি সাদা ফরচুনার শক্তিগড়ে এক নামী ল্যাংচার দোকানের সামনে এসে দাঁড়ায়। সেই গাড়িতেই সামনের সিটে বসেছিলেন রাজু। হঠাৎই পাশে এসে দাঁড়ায় একটি নীল রঙের ব্যালেনো। কিছু বুঝে ওঠার আগেই পরপর গুলি চালানো হয় রাজুকে লক্ষ্য করে। একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর শরীর। হাতে গুলি লেগে আহত হন তাঁর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, গরু পাচারে অন্যতম অভিযুক্ত এনামুল ঘনিষ্ঠ আব্দুল লতিফের সাদা বিলাসবহুল ফরচুনা গাড়িতে যাচ্ছিলেন কয়লা মাফিয়া রাজু।