East Bengal: শনিবারেই সম্ভবত কোচের নাম ঘোষণা করবে মশালবাহিনী, দৌড়ে নেই লোবেরা?

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সুপার কাপের পরেই দল থেকে বাদ পড়বেন ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। আনা হবে নতুন কোচ। বর্তমানে এই টুর্নামেন্টে অভিযান শেষ লাল-হলুদের (East Bengal)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে আগামী মরশুমের জন্য কাকে দায়িত্ব দেবে ইস্টবেঙ্গল ক্লাব।

East bengal club may appoint more than one coach

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সুপার কাপের পরেই দল থেকে বাদ পড়বেন ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। আনা হবে নতুন কোচ। বর্তমানে এই টুর্নামেন্টে অভিযান শেষ লাল-হলুদের (East Bengal)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে আগামী মরশুমের জন্য কাকে দায়িত্ব দেবে ইস্টবেঙ্গল ক্লাব।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে আসা হল না, এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে চায় মুম্বই সিটি

এক্ষেত্রে গত মাস থেকে সার্জিও লোবেরার নাম উঠে আসতে শুরু করলেও বর্তমানে কোচ হওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে তিনি। তাই নাকি বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকেই নতুন কোচের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল ক্লাব।

কিন্তু এতদিন লোবেরার সঙ্গে কথাবার্তা বলার পর কেন তাকেই উইশ লিস্টের বাইরে রাখছে দল? কারন হিসেবে উঠে আসছে এনওসির কথা। হিরো ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই সিটি কে আইএসএল চ্যাম্পিয়ন করার পর সিটি গ্রুপের সহযোগিতায় চিনের সিচুয়ান এফসি তে যোগ দেন সার্জিও লোবেরা। এখনো সেই ক্লাবের দায়িত্বে রয়েছেন এই স্প্যানিশ কোচ।

আরও পড়ুন: East Bengal coach: সম্ভবত ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন না সার্জিও লোবেরা

তবে আগামী মরশুমে আর সেখানে থাকতে চাইছেন না লোবেরা। সেই সুযোগ কে কাজে লাগিয়েই তাকে ভারতে আনার পরিকল্পনা করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সিচুয়ান থেকে এখনো এনওসি না মেলায় ক্রমশ আশা হারাতে শুরু করেছে ইমামি ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, বর্তমান ক্লাব সিচুয়ানের দায়িত্ব ছাড়লে ও বহুদিন সিটি গ্রুপের সাথে কাজ করার সুবাদে তাদের মাধ্যমেই উরুগুয়ের একটি প্রথম ডিভিশনের ক্লাবের দায়িত্ব নিতে পারেন লোবেরা।

আরও পড়ুন: East Bengal FC: এবার জাতীয় লিগে লড়াই সুলঞ্চনাদের, কবে কাদের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল?

সেকারণে এই আইএসএল জয়ী কোচ কে পেতে আর খুব একটা আশা রাখছে না ইমামি ম্যানেজমেন্ট। অনায়াসেই তাদের নজর চলে গেছে বেঙ্গালুরু এফসির প্রাক্তন আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত ও এটিকে মোহনবাগানের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের দিকে। হয়ত এবার তাদের মধ্যে থেকেই কাউকে চূড়ান্ত করতে পারে ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গলের প্রস্তাব আশার পর থেকেই ভারতে ফিরতে চান লোবেরা। বর্তমানে এনওসি সমস্যা দেখা দিলে ও শেষ মুহূর্তে বাজিমাত করবেন লোবেরা? সেদিকেই তাকিয়ে সবাই।