East Bengal: ইস্টবেঙ্গলে আসা হল না, এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে চায় মুম্বই সিটি

চলতি ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) ভরাডুবির পর থেকেই রীতিমতো নড়চড়ে বসেছে ক্লাব কর্তারা। টুর্নামেন্ট শেষ হতেই দলের লগ্নিকারী সংস্থা ইমামির সঙ্গে বৈঠকে বসেন ক্লাব কর্তারা।

Mehtab Singh, Indian Footballer

চলতি ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) ভরাডুবির পর থেকেই রীতিমতো নড়চড়ে বসেছে ক্লাব কর্তারা। টুর্নামেন্ট শেষ হতেই দলের লগ্নিকারী সংস্থা ইমামির সঙ্গে বৈঠকে বসেন ক্লাব কর্তারা। সিদ্ধান্ত নেওয়া হয় যে এবারের সুপার কাপের পরেই বদলে ফেলা হবে দলের কোচ। সেইসাথে নতুন করে সাজানো হবে গোটা দল।

কিন্তু কে হবেন দলের নতুন কোচ, সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি ইস্টবেঙ্গল শিবিরের তরফ থেকে। তবে ময়দানে কান পাতলেই উঠে আসছে একাধিক কোচের নাম। যাদের মধ্যে রয়েছেন সার্জিও লোবেরা। কার্লোস কুয়াদ্রাত ও অ্যান্তোনিও লোপেজ হাবাস। কিছুদিন আগে পর্যন্ত সার্জিও লোবেরা সকলে পিছনে ফেলে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও বর্তমানে তার সাথে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়েছে ওডিশা এফসি। যারফলে আদৌ কার হাতে উঠবে দলের দায়িত্ব তা বোঝা মুশকিল।

তবে শুধু কোচ নয়, বিগত কয়েকদিন ধরে আইএসএলের অন্যান্য দলের একাধিক ফুটবলারদের সঙ্গে কথাবার্তা শুরু হলেও কোচ ঠিক না হওয়ায় কোনো কিছুই চূড়ান্ত করতে পারছে না ইমামি ইস্টবেঙ্গল শিবির। যারফলে বাধ্য হয়েই নিজেদের সিদ্ধান্ত জানাতে পারছে না বহু খেলোয়াড়। উল্লেখ্য, গত বছর ইস্টবেঙ্গল ক্লাবের তরফে খেলোয়াড়দের উইশ লিস্টে সবার উপরে ছিলেন বিশাল কাইথ। তার সাথে কথাবার্তা ও শুরু করেছিল লাল-হলুদ শিবির। তবে সেইসময় দলের লগ্নিকারী সংস্থা ও কোচের অভাব থাকায় ইস্টবেঙ্গল আসা আর সম্ভব হয়নি বিশালের।

তবে এবার ও যেন ঠিক একই পরিস্থিতি। এবার ইনভেস্টর থাকলেও আগামী মরশুমের জন্য এখনো কোচ চূড়ান্ত করতে পারেনি মশাল ব্রিগেড। যারফলে, এবার তাদের হাতছাড়া হল মুম্বাই সিটি এফসির তারকা ফুটবলার মেহতাব সিং। শোনা যাচ্ছে, আগামী দুই বছরের জন্য মেহতাবের সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর পথে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। যারফলে, আগামী মরশুমের আইএসএলে ও হয়ত মুম্বাইয়ের জার্সি গায়ে খেলতে দেখা যাবে, এই তারকা ফুটবলারকে।