লক্ষ্মণকে পিছনে ফেলে ধোনি-কপিলের সঙ্গে একাসনে WTC ফাইনাল না খেলা অশ্বিন

ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) হাতছাড়া করার জ্বালা জুরোচ্ছে ভারত। উইন্ডোজের ব্যাটিং সহায়ক উইকেটে রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin) ব্যাট হাতে দেখালেন কামাল।

Ravichandran Ashwin

ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) হাতছাড়া করার জ্বালা জুরোচ্ছে ভারত। উইন্ডোজের ব্যাটিং সহায়ক উইকেটে রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin) ব্যাট হাতে দেখালেন কামাল। বিরাট কোহলির পাশাপাশি তিনি করেছেন সেঞ্চুরি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলেননি রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু টেস্ট সিরিজে দুর্দান্ত ছন্দে আছেন বলেit মনে হচ্ছে। প্রথম ম্যাচে উইকেট নিয়ে ফর্মে থাকার ইঙ্গিত দেওয়ার পর দ্বিতীয় টেস্টে কামাল করে দেখলেন ব্যাট হাতে। অলরাউন্ডার হিসেবে নিজের শক্তি প্রদর্শন করেছেন তিনি। কোহলি ও জাদেজার গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যাওয়ার পর কঠিন পরিস্থিতির মধ্যে অশ্বিন করেন ৫৬ রান। এ কারণে নিজের নামে বড় রেকর্ড গড়েছেন তিনি।

৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে ষষ্ঠ নম্বরের নিচে ব্যাট করে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করা তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন অশ্বিন। এক্ষেত্রে অভিজ্ঞ ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। ৬ বা লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে লক্ষ্মণের রান ৩ হাজার ১০৮। ৫১১৬ রান নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন কপিল দেব। একই সঙ্গে দুই নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি ও কপিল দেবের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন অশ্বিন।

ব্যাটিংয়ে অশ্বিন এখনওর পর্যন্ত ১৩২ ইনিংসে ২৭.২২ গড়ে ৩,১৮৫ রান করেছেন। এদিকে ৫টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। বোলিংয়ে তিনি ১৭৬ ইনিংসে ২৩.৬১ গড়ে ৪৮৬ টি উইকেট নিয়েছেন। ৩৪ বার নিয়েছেন ৫ উইকেট। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।