ব্যাটে বা স্বভাবে, আগ্রাসনের জন্য ক্রিকেট মহলে বেশ নাম ডাক আছে হরমনপ্রীত কৌরের। ভারতীয় মহিলা দলের এই অধিনায়কের ব্যাট আজ না চললেও স্বভাবের আগ্রাসনের এক ঝলক দেখলেন মিরপুরের দর্শকরা। বর্তমানে বালাদেশ সফরে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ওডিআইতে বাংলাদেশের কাছে হেরে গেলেও দ্বিতীয় ওডিআইতে জিতে সমতা ফিরিয়ে আনে ভারত। মিরপুরে সিরিজ নির্ধারক ম্যাচ আজ। বৃষ্টিতে ম্যাচ ভন্ডুল করার আগে হরমনপ্রীত কৌর আউট হলেন। যেতেই আকারে ইঙ্গিততে ক্ষোভ প্রকাশ করে গেলেন তিনি। কিন্তু কি হয়েছিল মাঠে?
নন-স্ট্রাইকার এন্ডে তখন হরলীন দেওল, বেদিকে ব্যাট করবেন বলে স্টানস নিয়ে তৈরী হরমনপ্রীত। বল করবেন নাহিদা আখতার।
৩৩ ওভার ৪ বল। দৌড়ে এসে ফুল লেঙ্কথের একটা বল দিলেন স্টাম্প লক্ষ্য করে। হাটু গেড়ে বসে স্যুইপ শট ম্রতে গেলেন হরমনপ্রীত। এদিকে বলটা পায়ের ঠিক সামনে পড়েই ব্যাটে না লেগে লাগল পায়ের প্যাডে।
নাহিদা ঘুরে তাকিয়ে আম্পায়ারের কাছে আবেদন করতেই আঙুল তুলে আউট ঘোষণা করলেন। তাতেই ক্ষেপে যান হরমনপ্রীত। মুশকিল হল ম্যাচে কোনো ডিআরএস নেওয়া যাচ্ছে না। আম্পায়ারের কথাই শেষ কথা।
প্রথমটায় ক্রিজে দাঁড়িয়েই বললেন। আম্পায়ার গললেন না। পরে যাওয়ার আগে হাত নাড়িয়ে ব্যাট নাড়িয়ে বারবার বলে গেলেন, বল ব্যাটে লেগেছিল, কিন্তু ততক্ষণে ক্রিজ ছেড়ে বেড়িয়ে গেছেন তিনি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪ ওইকেট হারিয়ে করে ২২৪ রান। রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে আপাতত ১৭৩ রান করেছে ভারত। বৃষ্টি আসায় বিঘ্নিত ম্যাচ।
Intense moment on the field! 😮
Harmanpreet Kaur shows her frustration as she hits the stumps with her bat and exchanges a few words with the umpire before walking off.
Emotions running high in #BANvIND match. 🏏#CricketTwitter
— Women’s CricZone (@WomensCricZone) July 22, 2023