Birbhum: মমতার দায়িত্বে থাকা বীরভূমে ফের শতাধিক তৃ়ণমূল ত্যাগ করে বাম শিবিরে

ফের ভাঙন। চলতি মাসে পরপর বড় ভাঙন তৃ়ণমূলে। বীরভূমে (Birbhum) আবারও শতাধিক তৃ়ণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগ দিলেন। জেলা সিপিআইএম জানিয়েছে, চলতি মাসে আরও ভাঙন…

CPIM leaders and supporters gathering together for a rally in West Bengal

ফের ভাঙন। চলতি মাসে পরপর বড় ভাঙন তৃ়ণমূলে। বীরভূমে (Birbhum) আবারও শতাধিক তৃ়ণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগ দিলেন। জেলা সিপিআইএম জানিয়েছে, চলতি মাসে আরও ভাঙন হবে।

জেলা জুড়ে বাম শিবিরে যোগদানের পালা চলছে। এবার লাভপুর ব্লকের হাতিয়া গ্রাম পঞ্চায়েতের শতাধিক পরিবার TMC-BJP ছেড়ে CPIM যোগদান করলেন বলে জানাচ্ছেন বাম নেতারা। বাম শিবিরে যোগ দিয়েই দলত্যাগীরা বলেন তৃণমূল ও বিজেপির মধ্যে ফারাক নেই।

বীরভূমে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জেলা অফিস উদ্বোধন করেন ও সিউড়ির জনসভা থেকে বলেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে। তিনি বলেন, আগামী লোকসভা ভোটে রাজ্য থেকে ৩৫টি আসনে জয়ী হবে বিজেপি। অমিত শাহর জনসভার পরই বীরভূমে ফের বিজেপিতে ভাঙন ধরল।

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত ম়ন্ডল গোরু পাচার তদন্তে তিহার জেলে বন্দি। এর পর জেলার সাংগঠনিক দায়িত্ব নিজ হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দায়িত্ব নেওয়ার পর জেলায় ক্রমাগত শাসক দল ছেড়ে সিপিআইএমে যোগদান চলছে।