নজরে টগরী, জীবনের ১০ টি অ্যাকাউন্টে কোটি কোটি টাকার উৎস খুঁজছে CBI

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এবার সিবিআইইয়ের (CBI) নজর পড়েছে বড়ঞার বিধায়কের স্ত্রী টগরীর টাকার উপর।…

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এবার সিবিআইইয়ের (CBI) নজর পড়েছে বড়ঞার বিধায়কের স্ত্রী টগরীর টাকার উপর। এত টাকা কী করে এসেছে তার একাউন্টে তা নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি জীবনকৃষ্ণের প্রায় ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সিবিআই।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সন্দেহজনক লেনদেন হয়ে থাকতে পারে। অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে লেনদেনের যাবতীয় তথ্য ও তার নথিপত্র চাওয়া হবে। সিবিআই সূত্রে খবর, নির্দিষ্ট যে সময়ে বিধায়কের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে, ঠিক সেই সময়ে লেনদেনগুলি মিলিয়ে দেখা হবে।

সিবিআই সূত্রে খবর, এর মধ্যে ৫ টি বেসরকারি অ্যাকাউন্ট রয়েছে জীবনকৃষ্ণের। যার মধ্যে ৪ টি মুর্শিদাবাদ জেলার ব্রাঞ্চের এবং একটি বীরভূম জেলার। ইতিমধ্যে জীবনকৃষ্ণের নামে বীরভূমে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই।

উল্লেখ্য, গত শুক্রবার জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে হানা দেয় সিবিআই। দীর্ঘ ৬৫ ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণ সাহাকে। তাঁকে আদালতে পেশ করে চারদিনের হেফাজতে নিয়েছে সিবিআই।