HomeBharatPoliticsMamata Banerjee: হাইভোল্টেজ উত্তর, বিজেপিকে ধান্দাবাজ দল বললেন মমতা

Mamata Banerjee: হাইভোল্টেজ উত্তর, বিজেপিকে ধান্দাবাজ দল বললেন মমতা

- Advertisement -

আজ বৃহস্পতিবার হাইভোল্টেজ উত্তরবঙ্গ। কোচবিহারের পর এবার মালবাজারের সভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘ভয়ঙ্কর দুর্যোগে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। তড়িঘড়ি আমরাই তাড়াতাড়ি পৌঁছাই। অন্ধকারে টর্চ জ্বেলে বিপর্যয়স্থলে যাই। চিকিৎসক ও প্রশাসনের কেউ ঘুমোতে পারেনি।’

ভোটের মুখে বারবার শাসকদলের বহু নেতার বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর। এই বিষয়েও আজ মালবাজারের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হলে আয়কর হানা কেন। আপনি কি এজেন্সি কিনে নিয়েছেন? নির্বাচন কমিশনকেও কি কিনে নিয়েছে? রোজ রোজ আয়কর হানা কেন?’ এদিন মালবাজারের সভা থেকে প্রশ্ন তোলেন মমতা।

   

মমতা বলেন, ‘ বিজেপি একটি ধান্দাবাজ রাজনৈতিক দল। বিজেপি করলেই সাদা তৃণমূল করলেই কালো। প্রধানমন্ত্রী এত আত্মপ্রচারে ব্যস্ত কেন? সেনা হাসপাতাল পর্যন্ত বিজেপির দখলে।’

মমতা বলেন, ‘এক দেশ এক ভোট হতে পারে না। অন্তত ভারতের মতো দেশে এটা হতেই পারে না। তারওপর জুড়েছে সিএএ, এনআরসি। মাছের মাথা হল এন আরসি আর ল্যাজা হল সিএএ।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular