Digha: রবির সকালে দিঘায় ভাসছে মুন্ডু, দেখে চক্ষু চড়কগাছ সকলের

তীব্র চাঞ্চল্য ছড়াল দিঘায়। ধড়হীন মাথা ভাসছে দিঘায়। দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। রবিবার সকালের এমন ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ রবিবার। আর ছুটির…

chaos-in-digha-after-severed-head-found

তীব্র চাঞ্চল্য ছড়াল দিঘায়। ধড়হীন মাথা ভাসছে দিঘায়। দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। রবিবার সকালের এমন ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আজ রবিবার। আর ছুটির দিনে বাঙালির প্রিয় ডেস্টিনেশন দিঘা। ভ্রমণ পিপাসু বাঙালির প্রিয় সৈকত নগরী দিঘায় চাঞ্চল্য ছড়াল। কাটা মাথা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। জানা যাচ্ছে, দিঘা বাইপাসের কাছে বিলামুডিয়া যাওয়া ব্রিজের নিচে খালে ধড়হীন মাথা ভাসতে দেখতে পান স্থানীয়রা। এর পরই তীব্র শোরগোল পড়ে যায় এলাকায়।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রবিবার সকালে খালের জলে একটি কাটা মাথা ভাসতে দেখেন এলাকাবাসী। দৃশ্য দেখেই আঁতকে ওঠেন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিঘা থানা ও দিঘা মোহনা থানার পুলিশ।

আধিকারিকরা প্রাথমিকভাবে অনুমান করছেন যে দীর্ঘদিন ধরেই কাটা মাথাটি পড়ে রয়েছে এবং ভাসতে ভাসতে চলে এসেছে। তবে এখনও ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। কীভাবেই বা এই অবস্থা হল এই ব্যক্তির সেই বিষয়েও কিছু বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পর থেকেই দিঘায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। দিঘার সমুদ্র সৈকতে প্রতিদিন আসেন প্রচুর পর্যটক। এই ঘটনায় তৈরি হয়েছে এক ভয়ের পরিবেশ। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ধরনের কাজ ঘটালো তা নিয়ে তদন্ত করছে পুলিশ। কাটা মাথাটি উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। 

সংবাদমাধ্যমকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “বাইপাসের খালে একটা মানুষের মাথা ভাসছে বলে প্রথমে মনে হয়। তারপর পুলিশকে খবর দেওযা হয়। পুলিশ এসে উদ্ধার করে তুলে নিয়ে গেল। আমরা খুবই আতঙ্কিত বোধ করছি।”