Loksabha election 2024: প্রচার থেকে নেমে যেতে বলা হলো কাঞ্চনকে, কল্যাণের দাবি ঘিরে চাঞ্চল্য

লোকসভা ভোটের আগে আবার তৃণমূলে নারদ-নারদ অবস্থা। প্রচারে বেরিয়ে বিধায়ককে হুট খোলা গাড়ি থেকে নেমে যেতে বললেন দাপুটে সাংসদ। ভোটের মুখে আবার খোলসা হলো তৃণমূলের…

kanchan-kalyan

লোকসভা ভোটের আগে আবার তৃণমূলে নারদ-নারদ অবস্থা। প্রচারে বেরিয়ে বিধায়ককে হুট খোলা গাড়ি থেকে নেমে যেতে বললেন দাপুটে সাংসদ। ভোটের মুখে আবার খোলসা হলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালের এই প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক এবং অভিনেতা কাঞ্চন মল্লিক। কিন্তু প্রচার শুরু হতেই ঘটে বিপত্তি। গাড়ি থেকে নেমে যেতে বলা হয় বিধায়ককে। কারণ হিসেবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন যে, ” মহিলারা নাকি ওনাকে ভালভাবে নিচ্ছেন না।”

কোন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুড খোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায়। কিন্তু তাঁকে নেমে যেতে কেন বলা হয়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ” উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছে। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না।” তবে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পড়ে তিনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কিনা এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি তোয়াক্কা না করে বলেন, ” অত জানি না।”

কিন্তু মহিলারা কেন তাঁকে পছন্দ করছেন না এই বিষয়টা খুব একটা পরিষ্কার না হলেও একটা আন্দাজ করা যাচ্ছে যে তিনি সম্প্রতি হাঁটুর বয়সী একজনে বিয়ে করেছেন বলে কি মহিলাদের প্রতি তাঁর এই অনীহা ? তবে এই বিষয়ে আপাতত নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। শোনা গিয়েছে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পড়ে এক তৃণমূল কর্মী সমর্থকের বাইক চেপে তিনি এলাকা ছাড়েন। তিনি সম্ভবত কলকাতা ফিরছেন।