Maoists killed: দ্বিতীয় দফার ভোটের আগে দুই মাওবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী

রাত পোহালেই দেশে দ্বিতীয় দফার লোকসভা ভোট। জোরকদমে চলছে ভোটের প্রস্তুতি। তার আগে দেশে ফের মাওবাদী-নিরাপত্তা বাহিনী (Maoists killed) সংঘর্ষ। বৃহস্পতিবার সকালে ওডিশার বৌধ জেলায়…

Maoists-killed

রাত পোহালেই দেশে দ্বিতীয় দফার লোকসভা ভোট। জোরকদমে চলছে ভোটের প্রস্তুতি। তার আগে দেশে ফের মাওবাদী-নিরাপত্তা বাহিনী (Maoists killed) সংঘর্ষ। বৃহস্পতিবার সকালে ওডিশার বৌধ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে দুই সন্দেহভাজন মাওবাদী নিহত হয়েছে।

গোয়েন্দা অধিকর্তা সৌমেন্দ্র প্রিয়দর্শী জানিয়েছেন, বৌধ জেলার পারহেল সংরক্ষিত বনাঞ্চলে একদল মাওবাদীর সঙ্গে গুলির লড়াইয়ের পর দুই মাওবাদী ক্যাডারের মৃতদেহ উদ্ধার করে স্পেশাল অপারেশন গ্রুপ। 

প্রিয়দর্শী বলেন, আমরা আত্মসমর্পণকারী মাওবাদীদের সহায়তায় মৃতদের দেহ শনাক্ত করার চেষ্টা করছি। এনকাউন্টারে আহত হয়েছে আরও এক মাওবাদী। ঘটনাস্থল থেকে প্রচুর বিস্ফোরক ও আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চারের মতো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আগামী ১৩, ২০, ২৫ মে ও ১ জুন ওডিশায় একসঙ্গে বিধানসভা ও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বৌধে ২০ মে ভোট হবে। গত চার মাসে মাওবাদী-বাহিনী সংঘর্ষের সাতটি ঘটনা ঘটেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওডিশার তিনটি জেলা – কালাহান্ডি, কান্ধামাল এবং মালকানগিরি দেশের আটটি রাজ্যের ২৫টি ‘সর্বাধিক ক্ষতিগ্রস্থ জেলা’র মধ্যে রয়েছে। ওডিশায় ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ১৫৪টি মাওবাদী হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্রায় ৭১টি সংঘর্ষের ঘটনা ঘটেছে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে। এর ফলে ৪২ জন মাওবাদী মারা গিয়েছে। ১৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজ্য পুলিশের মতে, গত কয়েক বছরে ৬৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে এবং নিরাপত্তা বাহিনীর সাতজন কর্মী প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।