হালিশহরের তৃণমূলী পুর চেয়ারম্যানের ‘থাইল্যান্ড কানেকশন’, কালো টাকার গণনা চলছে

চিটফান্ড মামলায় সিবিআই (CBI) জালে তৃণমূল কংগ্রেস পরিচালিত হালিশহর (Halisahar) পুরসভার চেয়ারম্যান (Raju Sahani) রাজু সাহানি। তার বাড়িতে বিপুল অর্থ মিলেছে। রাজুকে গ্রেফতার করেছে সিবিআই।…

চিটফান্ড মামলায় সিবিআই (CBI) জালে তৃণমূল কংগ্রেস পরিচালিত হালিশহর (Halisahar) পুরসভার চেয়ারম্যান (Raju Sahani) রাজু সাহানি। তার বাড়িতে বিপুল অর্থ মিলেছে। রাজুকে গ্রেফতার করেছে সিবিআই।

সনমার্গ চিটফান্ড মামলার তদন্তে সিবিআই শুক্রবার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির নিউটাউনের ফ্ল্যাটে অভিযান চালায়। তল্লাশিতে প্রচুর টাকার হদিশ মিলেছে। ৮০ লক্ষ ছাড়িয়ে সেই টাকার গণনা চলছে। উদ্ধার করা টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে।

এছাড়াও রাজু সাহানির বাড়ি থেকে একটি দেশি পিস্তল এবং বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সব থে গুরুত্বপূর্ণ থাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে কী করতেন হালিশহর পুরসভার চেয়ারম্যান সেটা জানতে জেরা চলছে রাজু সাহানির।

কত টাকা মিলতে পারে রাজু সাহানির ফ্ল্যাট থেকে? এই প্রশ্নে সরগরম উত্তর ২৪ পরগনার হালিশহর। খোদ পৌরপতির ঘরে কালো টাকার পাহাড়! এলাকাবাসীর একাংশের কটাক্ষ, মন্ত্রী নেতাদের ঘরেই যখন কোটি কোটি কালো টাকা মিলেছে তার তুলনায় রাজু সাহানি নিতান্তই চুনোপুঁটি।

তবে রাজু সাহানির একটি থাইল্যান্ডের অ্যাকাউন্ট দিয়ে বেআইনি লেনদেনের বিষয়ে নিশ্চিত সিবিআই। তাৎপর্যপূর্ণ, কয়লা পাচার তদন্তে ইডি জেরার মুখে পড়া তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা থাইল্যান্ডের বাসিন্দা। বারবার অভিযোগ উঠেছে, রুজিরার মাধ্যমে বিদেশ থেকে বেআইনি লেনদেনের। কয়লা পাচার মামলায় হালিশহরের পুর চেয়ারম্যান রাজুর সঙ্গে ‘থাইল্যান্ড কানেকশন’ আছে কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই।