By Election: ‘মুসলিম বিদ্বেষী’ মন্তব্যকারী বাবুল জয়ী সংখ্যালঘু অধ্যুষিত বালিগঞ্জে, বললেন দিদির অনুপ্রেরণা

By Election: বিজেপিতে থাকাকালীন হার্ড হিটিং হিন্দুত্ববাদী নেতা বাবুল সুপ্রিয় দলত্যাগ করে সংখ্যালঘু অধ্যুষিত বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন। নরেন্দ্র মোদীর প্রিয়পাত্র ছিলেন তিনি। আসানসোলের…

babul supriyo had musical meeting with west bengal chief minister mamata

By Election: বিজেপিতে থাকাকালীন হার্ড হিটিং হিন্দুত্ববাদী নেতা বাবুল সুপ্রিয় দলত্যাগ করে সংখ্যালঘু অধ্যুষিত বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন। নরেন্দ্র মোদীর প্রিয়পাত্র ছিলেন তিনি। আসানসোলের দু বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবার মমতার মন্ত্রিসভায় আসছেন বলেই তৃণমূল কংগ্রেসের অন্দরে আলোচনা।

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাবুলকে প্রার্থী করার পর থেকে এলাকায় চাপা অসন্তোষ ছিল। এমনকি নো ভোট টু বাবুল এই প্রচার চলে। দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাবুল সুপ্রিয় নন, ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কুড়ি হাজানেন বেশি ভোটে জয়ী হলেন তিনি।

তবে আলোচনায় উঠে আসছে রাজ্যে সরকারে থাকার সুবাদে সংখ্যালঘু ঘনিষ্ঠতা বেশি তৃণমূল কংগ্রেসের। সেই সাংগঠনিক শক্তির দৌলতে উতরে গেলেন বাবুল সুপ্রিয়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সংখ্যালঘু বিরোধী রাজনীতি ও হুমকি দেওয়ার লাভ তুললেন সিপিআইএমের সাহরা শাহ হালিম। তাঁকে প্রার্থী করেই চমক দেয় সিপিআইএম। চমকে দিলেন সায়রা। এনআরসি বিরোধী নেত্রীকে ঢেলে ভোট দিলেন বালিগঞ্জবাসী। বিশেষত সংখ্যালঘুরা। তিনি গত বিধাননসভা নির্বাচনের পর থেকে বালিগঞ্জে প্রায় ২৫ শতাংশ ভোট বাড়িয়ে দ্বিতীয় হলেন।

তৃতীয় হলেন বিজেপির কেয়া ঘোষ। চতুর্থ কংগ্রেসের কামরুজ্জামান চৌধুরী।

বালিগঞ্জ কেন্দ্রে গতবার নির্বাচনে টিএমসির সুব্রত মুখার্জি পেয়েছিলেন এক লক্ষের বেশি ভোট। তিনি জয়ী হন ৭৫ হাজারের বেশি ব্যবধানে। তাঁর প্রয়াণে হওয়া উপনির্বাচনের ফলাফল বলছে, টিএমসি বড় ধাক্কা খেল।

গত বিধানসভা ভোটে টিএমসির সঙ্গে বিজেপির মূল লড়াই হয়েছিল। আর উপনির্বাচনের ছবি আলাদা। বিজেপি নেমেছে তৃতীয় স্থানে। কলকাতা পুরনিগম ভোটের ফল ধরে রেখে ফের মহানগরে চমক দিল বামফ্রন্ট। দীর্ঘসময়ের বাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ডে জয়ের স্বাদ পেলেন সিপিআইএম। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ও ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় ২২৪ ও ৯১৮ ও ভোটে পরাজিত হয়েছেন।

বালিগঞ্জে হার নিশ্চিত ছিল জানতেন রাজ্য বিজেপি নেতারা। দলীয় প্রার্থী কেয়া ঘোষের হয়ে তেমন নামেননি কেউ।

অন্যদিকে আসানসোল লোকসভা উপনির্বাচনেও জয়ী টিএমসি। প্রথমবার তাদের দখলে এই লোকসভা। সাংসদ হলেন শত্রুঘ্ন সিনহা। দ্বিতীয় বিজেপির অগ্নিমিত্রা পল।

প্রধান বিরোধী দল বিজেপি কি এবারেও শূন্য হাতেই ফিরল। এও অন্যতম আলোচ্য বিষয়। কারণ, একুশের বিধানসভা ভোটের পর যতগুলো ভোট হয়েছে সবেতেই শূন্য হয়েছে বিজেপি।

তাৎপর্যপূর্ণ, বিধানসভায় কোনও আসন না পাওয়া বামফ্রন্টের তথা সিপিআইএমের ভোট প্রাপ্তির হার উর্ধমুখী। পুরনিগম ও পুরসভাগুলির ভোটে বিজেপি নেমেছে তৃতীয়স্থানে। কংগ্রেসের ভোটও বেড়েছে। পুরভোটে বিরোধী দল বিজেপির ঘরে একটিও বোর্ড নেই। বাম দখলে গেছে একটি পুরবোর্ড। সবমিলে বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসা সিপিআইএমেরও পরীক্ষা ছিল এই উপনির্বাচনের ফলাফলে। এ নিয়ে দলীয় রাজ্য দফতরে চলছে বিশ্লেষণ।