তৃণমূলের শক্তি বাড়িয়ে ২ শতাধিক BJP নেতা-কর্মীরা দলত্যাগ

খড়গপুরের বিজেপি (BJP) শিবিরে ধস নামছে ক্রমশ। গেরুয়া শিবির ছেড়ে প্রায় ২০০ জন যোগ দিলেন তৃণমূলে। ভোটের ঠিক আগে।  আবারো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে…

খড়গপুরের বিজেপি (BJP) শিবিরে ধস নামছে ক্রমশ। গেরুয়া শিবির ছেড়ে প্রায় ২০০ জন যোগ দিলেন তৃণমূলে। ভোটের ঠিক আগে। 

আবারো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে পৌর নির্বাচনের আগেই বিজেপির বড়োসড়ো ভাঙন। বিজেপির খড়গপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ সহ প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। 

নির্বাচনের ক’দিন আগে এভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ায় বড়সড় ধাক্কা খেল দিলীপ ঘোষের খাসতালুক। ২১ নম্বর ওয়ার্ডের বিজেপির নেতা কর্মীরা সোমবার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ডি. বাসন্তীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। 

শক্তি কেন্দ্র প্রমুখ রাকেশ কুমার নাহার সঙ্গে প্রায় ২০০ জন বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করেছেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। 

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর বিজেপি নেতৃত্বের উপর আঙুল তুললেন নব তৃণমূল কর্মীরা। তাঁরা, ‘জানান বিজেপি হল বড় লোকের দল। যারা নিচুস্তরে দলের কাজ করেন তাঁদের কোনো সম্মান নেই। যাদের টাকা আছে তাঁদের সম্মান রয়েছে ওই দলে। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।’