Hijab Row: ধর্মীয় পোশাক নয়, ড্রেস কোড মানা উচিত, মন্তব্য অমিত শাহের

বেশ কয়েকদিন ধরেই দেশে হিজাব নিয়ে বিতর্ক চলছে। এতদিনে সেই বিতর্কিত বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন স্পষ্ট জানালেন, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয়…

Home Minister Amit Shah

বেশ কয়েকদিন ধরেই দেশে হিজাব নিয়ে বিতর্ক চলছে। এতদিনে সেই বিতর্কিত বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন স্পষ্ট জানালেন, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরা উচিত নয়। বরং শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম পরাই বাঞ্ছনীয়। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে হিজাব নিয়ে একটি মামলা কর্নাটক হাইকোর্টে চলছে। এ বিষয়ে আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই তিনি মেনে নেবেন।

উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখে কর্নাটকের বিজেপি সরকার নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কর্নাটক তো বটেই গোটা দেশে শুরু হয়েছে বিক্ষোভ। প্রতিবাদের কারণে কর্নাটকে কয়েকদিন স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছেন কয়েকজন মুসলিম পড়ুয়া।

সোমবার সেই মামলার শুনানিতে কর্নাটকের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিঙ্গ নাভাদগি বলেন, হিজাব পরা হয় অত্যাবশ্যক নতুবা ঐচ্ছিক। যদি অত্যাবশ্যক হয়, তবে সেটা ঐচ্ছিক হতে পারে না। আর যদি ঐচ্ছিক হয়, তবে সেটা অত্যাবশ্যক হতে পারে না। যদি কোনও রীতি ঐচ্ছিক হয় তবে সেটা ধর্মের জন্য কখনওই অত্যাবশ্যক নয়।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, আমার ব্যক্তিগত মতামত হল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ড্রেসকোড সব ধর্মের মানুষের মেনে চলা উচিত। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে দেশ ব্যক্তিগত ইচ্ছাকে গুরুত্ব দেবে, না সংবিধান মেনে চলবে। তবে শেষপর্যন্ত আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। দেশের সকলেরই উচিত আদালতের সিদ্ধান্তকে মেনে নেওয়া।