আনিস-খুনের প্রতিবাদে বিধায়কের ছবি পোস্ট, গ্রেফতার এসএফআই কর্মী

ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সোমবার আনিস হত্যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক ও তাঁর স্বামীর ছবি দেওয়ায় গ্রেফতার হলেন এক…

ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সোমবার আনিস হত্যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক ও তাঁর স্বামীর ছবি দেওয়ায় গ্রেফতার হলেন এক এসএফআই কর্মী। এর পাল্টা প্রতিবাদে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। 

সোনারপুর বোসপুকুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং এসএফআই কর্মী অভিজিৎ ঘোষ তাঁর ফেসবুক প্রোফাইলে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মিত্র এবং তাঁর স্বামীর ছবি কোলাজ করে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না।’ বলে রাখা ভালো, তারকা বিধায়কের স্বামী গ্রামীণ জেলা পুলিশের এসপি। তাঁর বিরুদ্ধেও আনিস খানের খুনের অভিযোগ রয়েছে।

   

এই ঘটনাটি মোটেও ভালো চোখে দেখেনি সোনারপুর থানার পুলিশ। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই অভিজিতকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে বামপন্থী ছাত্র ছাত্রীরা থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের আন্দোলনের জেরে কিছু সময়ের মধ্যেই অভিজিতকে ছেড়ে দেয় পুলিশ। থানা থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন তিনি। 

আনিস খানের খুনে আসল অপরাধীদের এখনও খুঁজে বার করতে পারেনি পুলিশ। নিহত ছাত্র নেতার পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।‌ আনিসের পরিবারকে নবান্নে ডেকে পাঠানো হলেও পরিবার অরাজি হয়।