অমিত-সভার জন্য লোক জোগাড় করছে ‘টালমাটাল’ ‍গেরুয়া শিবির

বর্তমানে বিজেপির (BJP) অবস্থা একেবারেই টালমাটাল। একাধিক জায়গায় বিজেপির অন্দরমহলে রয়েছে দ্বন্দ্ব। আর তারপরে শুরু হয়েছে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ার হিড়িক। এরই মধ্যে বঙ্গ…

Amit Shah in bengal

বর্তমানে বিজেপির (BJP) অবস্থা একেবারেই টালমাটাল। একাধিক জায়গায় বিজেপির অন্দরমহলে রয়েছে দ্বন্দ্ব। আর তারপরে শুরু হয়েছে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ার হিড়িক। এরই মধ্যে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু দলের একটি বড় অংশ ইতিমধ্যেই দূরত্ব বজায় রেখেছে।

এমনকি পুরভোটে মুখ ফিরিয়ে রেখেছেন ভোটাররাও। তাই ঘুরে দাঁড়াতে আগামী ৫ মে শিলিগুড়িতে হতে চলেছে অমিত শাহর জনসভা। সেখানেই শক্তি প্রদর্শন করতে চাইছে উত্তর বঙ্গের বিজেপি নেতারা। ১০ হাজার মানুষকে জেলা থেকে শিলিগুড়িতে নিয়ে যেতে মরিয়া হয়ে গেরুয়া শিবির।

প্রায় ৪০০ টি গাড়ি ভাড়া করার পরিকল্পনা রয়েছে তাদের। আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের প্রায় একবছর পরে বড় কর্মসূচি হতে চলেছে উত্তরবঙ্গে। ৫ মে শিলিগুড়িতে জনসভা করবেন অমিত শাহ। আমরা শক্তি প্রদর্শন করব।

জানা গিয়েছে, শিলিগুড়িতে রবিবার অমিত শাহের সভা নিয়ে একটি বৈঠক হয়েছে। দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সেই বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বৈঠকের পর তিনি জানিয়েছেন, অমিত শাহর সভায় আমাদের জেলা থেকে ১০ হাজার মানুষ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যমাত্রা আমাদের পূরণ করতেই হবে।

উত্তরবঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২৬ এপ্রিল থেকে জেলায় প্রতি বিধানসভা ধরে বৈঠক বসার কথা দলের। একইসঙ্গে আরও জানা গিয়েছে, অমিত শাহের শিলিগুড়ির জনসভাতে কোন বিধানসভা এলাকা থেকে কত লোক শিলিগুড়িতে আসবেন তার একটি লক্ষ্যমাত্রা বেঁধে দিতে চাইছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। মনে করা হচ্ছে, বিভিন্ন মন্ডল ও শক্তি কেন্দ্র ধরে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হবে।