Santosh Trophy: সেমিফাইনালে উঠেই মণিপুরকে সাবধান করলেন বাংলার কোচ!

রোববার রাজস্থান’কে ৩-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির (Santosh Trophy) সেমিফাইনালে পৌঁছে গেলো বাংলা।এদিন রঞ্জন ভট্টাচার্যের কোচিনাধীন বাংলা দলের হয়ে জোড়া গোল করে ম‍্যাচের নায়ক ফারদিন…

রোববার রাজস্থান’কে ৩-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির (Santosh Trophy) সেমিফাইনালে পৌঁছে গেলো বাংলা।এদিন রঞ্জন ভট্টাচার্যের কোচিনাধীন বাংলা দলের হয়ে জোড়া গোল করে ম‍্যাচের নায়ক ফারদিন আলি মোল্লা। এই জয়ের মধ্যে দিয়ে ৪ ম‍্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এ ‘ র দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছলো বাংলা।এবার লক্ষ‍্য ট্রফি জয়।

ম‍্যাচে জয়লাভের পর বাংলার কোচ বলেছেন, “দলের রক্ষণের কিছু খামতি থেকেই যাচ্ছে।প্রতি ম‍্যাচে প্রচুর গোলের সুযোগ নষ্ট করছি।ট্রফি জিততে হলে আগ্রাসী মেজাজে খেলতে হবে।সেমিফাইনালের আগে দিন চারেক সময় আছে,এরমধ্যে সবকিছু ঠিকঠাক করে ফেলতে হবে।তবে প্রতিপক্ষ বুঝে আমরা খেলবো, ওরা গোল করলে আমাদের ছেলেরা চুপ থাকবেনা‌।”

সেমিফাইনালে যেতে হলে রাজস্থানের বিপক্ষে জয়লাভ নিশ্চিত করতেই হতো বাংলার।ম‍্যাচ ড্র করলে অংকের হিসেবের দিকে নজর দিতে হতো।তবে সেই সব না দেখে ম‍্যাচে জয়লাভ করে শেষ চারে পৌঁছে গেলো বাংলা।

ম‍্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরী করলেও গোল করতে ব‍্যার্থ হয় বাংলা।প্রচুর সহজ সুযোগ হাতছাড়া করে তারা‌।যদিও দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত‍্যাবর্তন করেন তারা।৪৬ মিনিটে পেনাল্টি পায় বঙ্গব্রিগেড।পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয় ফারদিন।ফের ৬০ মিনিটের মাথায় গোল করেন তিনি।এরপর ৮০ মিনিটে রাজ‍্যের হয়ে ৩ নম্বর গোলটি সুজিৎ।

প্রসঙ্গত, ৮১ বছরের সন্তোষ ট্রফির ইতিহাসে ৩২ বার ট্রফি জয় করেছে বাংলা।২০১৭-১৮ সালে শেষ বার তারা ট্রফি জিতেছিলো কেরলকে হারিয়ে ।আগামী ২৯ শে এপ্রিল মণিপুরের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বঙ্গব্রিগেড।