India vs Bahrain: সুরজিৎ সেনগুপ্তর ক্রসে সাব্বিরের গোল, বাহারিনকে মাটি ধরিয়েছিল ভারত

ভারতীয় ফুটবলের বহু ইতিহাস এখনও প্রচারের বাইরে। নেট ঘাঁটলে কিছু তথ্য পাওয়া গেলেও বিস্তারিত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে অনেক সময়। যেমন ১৯৭৯ সালের একটি…

ভারতীয় ফুটবলের বহু ইতিহাস এখনও প্রচারের বাইরে। নেট ঘাঁটলে কিছু তথ্য পাওয়া গেলেও বিস্তারিত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে অনেক সময়। যেমন ১৯৭৯ সালের একটি ম্যাচে বাহারিনকে হারিয়েছিল ভারত (India vs Bahrain)। 

ঊনআশি সালের সেই ম্যাচে দুটো গোল করেছিল ভারত। প্রতিপক্ষ বাহারিন ভেদ করতে পারেনি ভারতের রক্ষণ দূর্গ। দুটি গোলই করেছিলেন সাব্বির আলি। যার মধ্যে একটি গোলের পিছনে অবদান ছিল সুরজিৎ সেনগুপ্তর। 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

স্মৃতিচারণায় সাব্বির আলি বলেছেন, ‘আমি ক্রসের জন্য অপেক্ষা করছিলাম। ও ( সুরজিৎ সেনগুপ্ত ) প্রথাগত ক্রস না করে বিপক্ষের গোল লক্ষ্য করে বল রেখেছিল। দূরহ কোণ থেকে বলটা বাড়িয়েছিল। ম্যাচে দুটো গোল আমিই করেছিলাম।’

‘ম্যাচ শেষে সুরজিৎ আমাকে জিজ্ঞাসা করেছিল আরে সাব্বির, কেয়সা জাম্প কিয়া ইতনা উপার? (ওতো উঁচুতে লাফালে কী করে?)’ সুরোজিতের উত্তরে সাব্বির বলেছিলেন, ‘মালুম নেহি ভাইয়া কেয়সে হো গিয়া (জানি না ভাই কী করে করলাম)।’

India vs Bahrain
বাহারিনে ভারতীয় ফুটবল দল।

আজ, বুধবার বাহারিনের বিরুদ্ধে আন্তর্জতিক প্রীতি ম্যাচে নামবে ভারত। বাহারিনের ঘরের মাঠে খেলা। খুব একটা স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। কারণ পুরো দল হাতে পাচ্ছেন না কোচ ইগোর স্টিম্যচ। টিভি টেলিকাস্ট নিয়েও সমস্যা দেখা দিয়েছে শেষ মুহূর্তে। তবুও যারপরনাই ভালো খেলার চেষ্টা করবে ভারত।