Rampurhat Violance: বিজেপিকে ‘ল্যাংচা’ বলে কটাক্ষ কুণাল ঘোষের

বিজেপিকে ‘ল্যাংচা’ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। রামপুরহাটের (Rampurhat Massacre) বগটুই গ্রামে ১০ জনকে পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা ঘটে সোমবার…

বিজেপিকে ‘ল্যাংচা’ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। রামপুরহাটের (Rampurhat Massacre) বগটুই গ্রামে ১০ জনকে পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা ঘটে সোমবার রাতে। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে বুধবার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ ৫৫ জনের একটি প্রতিনিধি দলের ঘটনাস্থলে যাওয়ার কথা। যদিও যাওয়ার পথে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচায় মজেন বিজেপির প্রতিনিধিরা। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

কুণাল ঘোষ পরপর টুইটে বিজেপিকে কটাক্ষ করে লেখেন, ‘বিজেপির পিকনিক !! গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে? বুধবার সকালে। উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন।’

অন্যদিকে রামপুরহাটের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘ল্যাংচা’ ইস্যুতে বিজেপিকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিছু দল ল্যাংচা খেতে খেতে আজ যাচ্ছে, আজ রামপুরহাট যাব ভেবেও তাই গেলাম না।’