Ashok Dinda: শুভেন্দুর পথে হোয়াটসঅ্যাপে ‘দলত্যাগ’ করে বিতর্ক বাড়ালেন ময়নার বিধায়ক

বিধানসভা, উপনির্বাচন, পুরভোটে ভরাডুবির পর জর্জরিত হয়ে পড়েছে বঙ্গ বিজেপি (BJP) শিবির। ‘সুদিন’-এর আশায় ব্যাপক সাংগঠনিক স্তরে রদবদল ঘটে দলে। তারপর থেকেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব আরো…

বিধানসভা, উপনির্বাচন, পুরভোটে ভরাডুবির পর জর্জরিত হয়ে পড়েছে বঙ্গ বিজেপি (BJP) শিবির। ‘সুদিন’-এর আশায় ব্যাপক সাংগঠনিক স্তরে রদবদল ঘটে দলে। তারপর থেকেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব আরো মাথাচাড়া দিয়ে ওঠে। বিধানসভা ভোটের আগে টলিউড থেকে ক্রীড়া জগৎ, এক ঝাঁক নক্ষত্র ঝাঁকে ঝাঁকে নাম লিখিয়েছিলেন বিজেপিতে। কিন্তু যত সময় এগিয়েছে দলীয় নেতৃত্বর ওপর প্রতি ক্ষোভ প্রকাশ করে কড়া সিদ্ধান্তের পথে হেঁটেছেন অনেকে। সেই তালিকায় এবার নাম লেখালেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)।

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করার বিতর্কের মাঝেই এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন অশোক দিন্দা।
যদিও সূত্রের খবর, সাংগঠনিক গ্রুপ ছাড়লেও এখনও বিধায়কদের যে গ্রুপ, সেখানে রয়েছেন তিনি। তবে কেন তিনি গ্রুপ তিনি ছাড়লেন তা নিয়ে খোলসা করে কিছু বলেননি পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়ক।

   

এদিকে দিন্দা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি জানি না কে কেন এইসব গ্রুপ ছাড়ে আর কেনই বা থাকে। এসব গ্রুপে আমরা বিশ্বাস করি না।’

শুধু দিন্দাই নয়, দলে কার্যত কোণঠাসা অবস্থা হয়েছে অনেকেরই। ইতিমধ্যে দলবদলের জল্পনাও শুরু হয়েছে। যদিও তা নিয়ে মোটেই চিন্তায় নেই দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, ‘রাজনীতিতে অনেককে নিয়ে অনেক কিছুই জল্পনা হয়। এতে কিছু যায় আসে না। বিজেপির ক্ষতি করার জন্য একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। সব জায়গায় এটা চলছে। আমার মনে হয় দলের সিস্টেম যখন তৈরি হয়ে যাবে, সব পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যাবে। আর কেউ বিজেপি ছেড়ে অন্য জায়গায় যাবে, আমার তো তা মনে হয় না’।