Purba Medinipur: তৃণমূল কর্মীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা

ভোট মিটলেও মিটছেনা সন্ত্রাস। পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা অব্যাহত। মনোনয়ন পেশের শুরু থেকে এখনও অবধি রাজ্যে ভোটের বলি ৫৫। জেলায় জেলায় এখনও রয়েছে আতঙ্ক। এরই…

ভোট মিটলেও মিটছেনা সন্ত্রাস। পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা অব্যাহত। মনোনয়ন পেশের শুরু থেকে এখনও অবধি রাজ্যে ভোটের বলি ৫৫। জেলায় জেলায় এখনও রয়েছে আতঙ্ক। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ করা হয়েছে।

তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা খেজুরিতে। তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। জানা গিয়েছে তৃণমূল কর্মীকে প্রথমে মারধর করা হয়। এরপর তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী।

দগ্ধ ওই তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে তার। এই মর্মে টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার এলাকায় যাবেন বলে জানিয়েছেন। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা গেরুয়া শিবির অভিযোগ করেছে যে এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ঘটনা।

রাজ্যে পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে গ্রাম বাংলার পরিস্থিতি। পঞ্চায়েতের মনোনয়নকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে রাজনৈতিক হিংসার ঘটনা। আসে মৃত্যুর খবর। ভাঙড় হয়ে ওঠে সংঘর্ষের হটস্পট। গত ৮ জুলাই শনিবার ছিল এক দফায় ২২ টি জেলার পঞ্চায়েত নির্বাচন। ভোট প্রক্রিয়ার আগে থেকেই শুরু হয় মৃত্যুমিছিল। পঞ্চায়েত পুনর্নির্বাচনের (১০ জুলাই) অব্যাহত থাকে সেই একই পরিস্থিতি। পঞ্চায়েত গণনাতেও ঝরে প্রাণ। মনোনয়ন এর শুরু থেকে আজ অবধি (গত ৪০ দিনে) রাজ্যে ভোটের বলি ৫৫!