মহাজোটে বেঙ্গালুরুর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

গতকাল ব্যাঙ্গালুরুতে সকল বিরোধী দলনেতাদের বৈঠক রয়েছে। সেই হেতু আজই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মহাজোটে অংশগ্রহণ করবেন…

Mamata Banerjee to Skip Congress Dinner Party

গতকাল ব্যাঙ্গালুরুতে সকল বিরোধী দলনেতাদের বৈঠক রয়েছে। সেই হেতু আজই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মহাজোটে অংশগ্রহণ করবেন সোনিয়া গান্ধী। মোদি সরকারকে তার ক্ষমতা থেকে সরানোর এই জোটের বিরুদ্ধে একের পর এক সুর চড়িয়েছেন বিরোধী দলনেতারা।

এই বিষয় দিলীপ ঘোষ জানিয়েছেন, “যারা যাচ্ছেন তাদের কি শক্তি আছে সেটা দেখতে হবে পাটনায় যারা পিকনিক করেছিলেন বেঙ্গালুরুতে ব্যাঙ্কোয়েট করবেন। এই যে আনন্দ, কংগ্রেস মনে হয় বিজয় উৎসব পালন করছে”।

২০২৪ এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে পাটনার পর এবার ব্যাঙ্গালুরুতে রয়েছে বিরোধীদের মহাজোট। আগামীকাল সেই মহাজোটের বৈঠক রয়েছে এবং আজই রয়েছে নৈশভোজ। সেই উদ্দেশ্যে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের এই বৈঠকে ২৬ টি বিরোধীদলের নেতৃত্ব থাকবে। আজ বিকেলে বিরোধীদল গুলির সৌজন্য বৈঠক রয়েছে, যার শেষে বিরোধী নেতা-নেত্রীদের নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়েছেন সোনিয়া গান্ধী।

জানা গিয়েছে আজ বিকেলের মধ্যেই ব্যাঙ্গালুরুতে পৌঁছে যাবেন বিরোধীদলের নেতা-নেত্রীরা। সকলের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবেন ব্যাঙ্গালুরুতে।

জানা গিয়েছে আজ নৈশ ভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ডেরেক ও’ব্রায়েন যোগ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজই যাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট নয়। তিনি পরবর্তীকালে এ বিষয়ে জানাবেন কারণ তার পায়ে কিছুদিন আগেই অস্ত্র প্রচার হয়েছিল। যার কারণে তার অনেক নিষেধাজ্ঞা রয়েছে তাই সব কিছু দেখে শুনে তিনি পরে সিদ্ধান্ত নেবেন।

তবে আগামীকালের যে পূর্ণাঙ্গ বৈঠক হবে তা রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ। আর এই বৈঠকের আগেই প্রস্তুতি বৈঠক হবে। পাটনার বৈঠকে ১৫ টি রাজনৈতিক দল যোগদান করেছিল কিন্তু কালকের বৈঠকে ২৬ টি রাজনৈতিক দল যোগ দিচ্ছেন। সবথেকে বড় তাৎপর্যপূর্ণ হলো আগেরবারের বৈঠকে সোনিয়া গান্ধী ছিলেন না তবে এবারের বৈঠকে তিনি থাকছেন।

বৈঠকের মূল লক্ষ্য হলো, পাটনার বৈঠকের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেকোন মূল্যে এই জোটকে রক্ষা করতে হবে। ২০২৪ এর লোকসভা ভোটে যেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদি ক্ষমতায় না আসে তার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।