West Bengal : জুম্মাবারে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে নবান্ন

পশ্চিমবঙ্গ (West Bengal ) রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলুক৷ সেইমতো সরকারি কর্মচারীদের কাছে ফোন গেল নবান্নের তরফে৷

DA agitators protesting in West Bengal

কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন জারি রেখেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন৷ এরই মধ্যে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ, পশ্চিমবঙ্গ (West Bengal ) রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলুক৷ সেইমতো সরকারি কর্মচারীদের কাছে ফোন গেল নবান্নের তরফে৷

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাষ্কর ঘোষের কাছে ফোন নবান্নের তরফে। জানানো হয়েছে আন্দোলনরত সরকারি কর্মীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে চায় নবান্ন। আগামিকাল বিকেল সাড়ে চারটের সময় নবান্নে বৈঠকের জন্য ডাকা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চকে। ভাষ্কর ঘোষকে এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে রাজ্যের তরফে। জানা যাচ্ছে, সংগ্রামী যৌথ মঞ্চের একটি প্রতিনিধি দল আগামিকাল নবান্নের বৈঠকে যাবেন।

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফে ই-মেইল মারফত এবং ফোন করে আগামিকাল বিকেলে বৈঠকের জন্য যেতে বলা হয়েছে। বৈঠকে আমাদের পাঁচজন প্রতিনিধিকে যেতে বলা হয়েছে। তাঁরা আশাবাদী রাজ্য সরকার এবার সমস্যার সমাধানের ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করবে৷