ISRO-তে চাকরির সুযোগ, বৈজ্ঞানিক পদে নিয়োগ করবে সংস্থা

বর্তমানে আমাদের দেশ আগে থেকে অনেক উন্নত। একটা সময় ছিল যখন ভারতীয়দের কাছে মহাকাশ গবেষণা করার মতো অর্থ ছিল না কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি অনেকটাই…

বর্তমানে আমাদের দেশ আগে থেকে অনেক উন্নত। একটা সময় ছিল যখন ভারতীয়দের কাছে মহাকাশ গবেষণা করার মতো অর্থ ছিল না কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। সম্প্রতি ইসরো থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান তিন। আগামী মাসের ২৩ তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে পারি দিতে চলেছে এই চন্দ্রযান তিন।

আর এবার ইসরোর পক্ষ থেকে নিয়ে আসা হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সম্প্রতি ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি তো বলা হয়েছে সাইন্টিস্ট ইঞ্জিনিয়ারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। মোট শূন্যপদ রয়েছে ৬১টি। বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া আগামী একুশে জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মাধ্যমে।

একই সাথে আরো বলা হয়েছে, শুধুমাত্র অসংরক্ষিত ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে জমা দিতে হবে ৭৫০ টাকা। তবে মহিলা প্রার্থী এবং সংরক্ষিত ক্ষেত্রে এর প্রার্থীদের জন্য কোন টাকা লাগবে না। অন্যদিকে একই সাথে আরো বলা হয়েছে যদি সরকারি অবসরপ্রাপ্ত কোন কর্মী আবেদন করেন তাহলে সে ক্ষেত্রে কোন টাকা লাগবে না।

প্রাতি বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে সারাভাই স্পেস সেন্টারের নিজস্ব ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের সমস্ত নথি এবং রঙিন ছবি আপলোড করতে হবে তারপরে আবেদন ফি জমা দিলেন আবেদন পত্র পূরণ হবে।