ভোটপ্রচারে বেরিয়ে মাটির দাওয়াই শালপাতায় ‘বেগুনপোড়া-ভাত খেলে বিজেপি প্রার্থী

বাঁকুড়াঃ নির্বাচনী প্রচারে বেরিয়ে আদিবাসী বাড়িতে নিকানো উঠোনে মাটিতে বসে কাঁচা শাল পাতায় ‘বেগুন পোড়া, শাক, আলু পোস্ত আর মাঝের ঝোল’ দিয়ে ভাত খেলেন কেন্দ্রীয়…

বাঁকুড়াঃ নির্বাচনী প্রচারে বেরিয়ে আদিবাসী বাড়িতে নিকানো উঠোনে মাটিতে বসে কাঁচা শাল পাতায় ‘বেগুন পোড়া, শাক, আলু পোস্ত আর মাঝের ঝোল’ দিয়ে ভাত খেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। রবিবার তালডাংরার বিবড়দা এলাকার ডাংজুড়ি গ্রামের শুকদেব হাঁসদার বাড়িতে দ্বিপ্রাহরিক আহার সারলেন তিনি। সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা।

এদিন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বলেন, আদিবাসী ভাই বোনেদের সঙ্গে আমরা একাত্ম হয়ে আছি। আদিবাসী সমাজের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক যেমন প্রকল্প তৈরী করেছেন, তেমনি আদিবাসী সম্প্রদায়ভূক্ত দ্রৌপদী মুর্ম্মুকে তিনি রাষ্ট্রপতি করেছেন। আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজনের সুযোগ পেয়ে তিনি খুশী বলে জানান।

খুশী গৃহকর্তা শুকদেব হাঁসদাও। তিনি বলেন, বাড়ির তৈরী ঘরোয়া রান্নাই তিনি খেয়েছেন। এমন সুযোগ কোন দিন আসবে ভাবিনি। বাড়িতে বসিয়ে ডাঃ সুভাষ সরকারকে খাওয়াতে পেরে তিনি খুশী বলে জানান।