Birbhum: কেষ্টর এলাকা বোলপুরে CPIM নেত্রী মীনাক্ষীকে দেখতে ছাদে-পাঁচিলে ভিড়

পঞ্চায়েতে নির্বাচনের আগে বীরভূম (Birbhum) জুড়ে পরপর তৃণমূল কংগ্রেস ছেড়ে বাম শিবিরে যোগদান চলছে। একাধিক গ্রাম পঞ্চায়েতে (CPIM) সিপিআইএমে যোগদান ঘিরে জেলা তৃণমূল নেতৃত্ব চিন্তিত।

পঞ্চায়েতে নির্বাচনের আগে বীরভূম (Birbhum) জুড়ে পরপর তৃণমূল কংগ্রেস ছেড়ে বাম শিবিরে যোগদান চলছে। একাধিক গ্রাম পঞ্চায়েতে (CPIM) সিপিআইএমে যোগদান ঘিরে জেলা তৃণমূল নেতৃত্ব চিন্তিত।

এদিকে টিএমসি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা দুজনেই গোরু পাচার তদন্তে তিহার জেলে বন্দি। এই পরিস্থিতিতে অনুব্রতর (কেষ্ট) খাস এলাকা বোলপুরে CPIM যুব নেত্রী মীনাক্ষী মুখার্জিকে (Minakshi Mukherjee) দেখতে ছাদে, পাঁচিলে ভিড় জমে গেল। বোলপুরে বড়সড় জনসভা করে চমক দিল সিপিআইএম।

বাম যুবনেত্রী মীনাক্ষীর ভাষণ শুনতে ঠা ঠা গরমেও বোলপুরে ভিড় দেখে জেলা সিপিআইএম নেতাদের হাসি চওড়া। তারা বলছেন, জেলায় ক্রমাগত ভাঙছে তৃণমূল। ভবিষ্যতে আরও ভাঙবে। জেলা তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি, অনুব্রত মণ্ডল না থাকার কারণে সংগঠনে ধাক্কা লাগছে। আর বাম নেতাদের দাবি, যে ভয়ের রাজত্ব কায়েম করেছিল অনুব্রত সেটা ভেঙে গেছে।

এদিন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি বোলপুর থেকে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন কর্মসংস্থানের কোনও ব্যবস্থা করতে পারেনি রাজ্য সরকার। চলছে দুর্নীতি। সমাবেশ থেকে শিল্পের জন্য অধিগ্রহন করা জমিতে কর্মসংস্থানের দাবি জানান তিনি। মীনাক্ষী বলেন, হয় শিল্প করো নয় জমি ফেরত দাও।

সিপিআইএম জেলা কমিটি জানাচ্ছে, বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের জন্য জমিদাতাদের দাবি “হয় জমিতে শিল্প কর, কাজ দাও, নইলে জমি ফেরত দাও”। এই দাবিতে কাশীপুর বাসস্ট্যান্ডে সমাবেশে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি।

এদিকে গোরু পাচার তদন্তের সূত্র ধরে বীরভূম জেলায় ও বোলপুরে বিপুল জমি অনুব্রত মণ্ডল ও তার কন্যা সহ আত্মীয়দের নামে আছে বলে ইডি ও সিবিআই তদন্তে উঠে এসেছে। অভিযোগ ভয় দেখিয়ে, বাজারমূল্য থেকে কম মূল্যে বিপুল জমি দখল করেছে অনুব্রত।