Tihar Jail: তিহারের জেনানা গারদে ঠাঁই কেষ্ট-কন্যা সুকন্যার

বাবার মত তিহার জেলেই হল ঠিকানা সুকন্যার। নির্দেশ আদালতের। গোরু পাচার মামলায় গত বছরেই গ্রেফতার হয়েছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এখন তাঁর ঠিকানা…

বাবার মত তিহার জেলেই হল ঠিকানা সুকন্যার। নির্দেশ আদালতের। গোরু পাচার মামলায় গত বছরেই গ্রেফতার হয়েছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এখন তাঁর ঠিকানা তিহার জেল। ওই একই মামলায় অনুব্রত সুকন্যা মণ্ডলকে বুধবার গ্রেফতার করে ইডি।

সেই মামলায় বাবার মত তিহার জেলেই ঠিকানা হল সুকন্যার। ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১২ মে ফের আদালতে পেশ করা হবে তাঁকে।

রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত কন্যাকে পেশ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ভার্চুয়ালি তাঁকে আদালতে পেশ করা হয়। ইডির তরফে জানানো হয়েছে অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তাঁকে জেল হেফাজতে পাঠানো যেতেই পারে। সেই অনুযায়ী বিচারক তাঁকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।